রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার একডালা ইউনিয়নের জেঠাইল গ্রামের মৃত জাহের আলীর ছেলে আশরাফ আলীর গোয়াল ঘর থেকে এই গরু চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
গরুর মালিক আশরাফ আলী বলেন,প্রতিদিনের ন্যায় তিনটি গরুকে খাবার দিয়ে রাতে বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে রেখে তালা-চাবি দিয়ে ঘুমিয়ে পরেন। সোমবার সকালে ঘুম থেকে গরু বের করতে গিয়ে দেখতে পান গোয়াল ঘরের তালা কেটে চোরেরা তিনটি গরুই চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া ওই তিনটি গরু প্রায় দুই লক্ষ টাকা মূল্য হবে বলে জানান তিনি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং চোরাই গরু উদ্ধার ও চোরচক্রকে ধরার চেষ্টা চলছে।