
রাণীনগর (নওগা) প্রতিনিধি॥ “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে এদিন বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা ও সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, সমাজসেবা অফিসার মাহবুবুল আলম প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলার ১৫ জন সুবিধা ভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ৩লক্ষ ৬১হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়াও সমাজকল্যাণ পরিষদ থেকে ৩জনকে অনুদান হিসেবে ১১হাজার টাকা বিতরণ করা হয়েছে।