
আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরের আফতাবনগরের মোল্লাবাড়ির পক্ষ থেকে আয়োজিত দুইদিনব্যাপী মোল্লা ফ্রী মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার মোল্লা পরিবারের সন্তান জাপান থেকে পিএইচডিধারী ডা: অধ্যাপক মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাইা-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, থানার ওসি আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন জয়, স্থানীয় ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।
প্রায় ৪০বছর যাবত মোল্লা পরিবার ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার অসহায়, দরিদ্র, ছিন্নমূল, খেটে খাওয়া মানুষের মাঝে বিনামূল্যে এই চিকিৎসাসেবা প্রদান করে আসছে।
এছাড়াও ক্যাম্পে চিকিৎসাসহ সকল প্রকারের ওষুধ ও অন্যান্য উপকরনগুলো বিনামূল্যে প্রদান করা হয় এবং ছোটখাটো অপারেশনগুলোও বিনামূল্যে করা হচ্ছে।
ক্যাম্পে ফাউন্ডার চেয়ারম্যান, ম্যাস্কিলোফেসিয়াল সার্জারী ডিপার্টমেন্ট, বি এস এম এম ইউ প্রাক্তন ডিন, ডেন্টাল অনুষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল, ঢাকা) এর চিকিৎসক অধ্যাপক ডা: মতিউর রহমান মোল্লাসহ ঢাকা থেকে আগত অন্যান্য বিশেজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করছেন।
ক্যাম্পে ডেন্টাল, ওয়াল ক্যান্সার, ঠোঁটকাটা, গাইনী, সার্জারী, চক্ষু ও মেডিসিন বিষয়ে বিনামূল্যে চিকিৎসা প্রদান করছেন। আগামী শুক্রবার শেষ হবে দুইদিনব্যাপী এই ফ্রী মেডিকেল ক্যাম্প।