রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ তিন জন মাদক কারবারিকে আটক করেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার আতাইকুলা পাগলীর মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার খট্টেশ্বর পশ্চিম পাড়া গ্রামের বাবু প্রামানিকের ছেলে নয়ন প্রামানিক (২২), একই গ্রামের আজিজ টিকাদারের ছেলে সাদ্দাম টিকাদার (২৮) ও মহসিন আলীর ছেলে সাবু আলী (৩৪)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, উপজেলার আতাইকুলা এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশ সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে। এসময় তিন জন মাদক কারবারিকে আটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আটককৃত তিন জনের বিরুদ্ধে দেশের বিভন্ন থানায় পৃথক পৃথক একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।