রংপুর ব্যুরো॥ সময় টেলিভিশন, দৈনিক জলকণ্ঠ, দৈনিক কালের কণ্ঠ এবং দৈনিক রুপালীর সাবেক রংপুর ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক মানিক সরকার মানিকের মৃত্যুতে শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের সংগঠন রংপুর রিপোর্টার্স ক্লাব।
সোমবার (০৩ জানুয়ারী) ক্লাবের কার্যনির্বাহী কমিটি, সকল সাধারণ সদস্য এবং আজীবন সদস্যের পক্ষে সভাপতি নজরুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান শোক বার্তায় বলেছেন, সাংবাদিক মানিক সরকার ছিলেন রংপুরের একজন আলোকিত সাংবাদিক। তিনি সাংবাদিকতার পাশাপাশি একজন দক্ষ সংগঠক, ছড়াকার এবং বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যূতে রংপুরের গণমাধ্যম জগৎ একজন দুরদৃষ্টি সম্পন্ন সাংবাদিক এবং সৃজনশীল মানুষকে হারালো। যে ক্ষতি কখনই পূরণ হওয়ার নয়।
শোক বার্তায় নেতৃবৃন্দ সাংবাদিক মানিকের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিক মানিক সোমবার (৩ জানুয়ারী ২৩) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমণ করেন।