বাংলাদেশ সকাল
বুধবার , ৯ আগস্ট ২০২৩ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

সিরাজগঞ্জের তাড়াশের সড়াতলা ধানকুন্টি থেকে মাদারজানি হয়ে মাধাইনগর পর্যন্ত রাস্তা পাকা করনের দাবী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ

মোঃ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ॥ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাধীন মাধাইনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তাড়াশ – নিমগাছি পাকা রাস্তার ধানকুন্টি সড়াতলা নামক স্হান থেকে মাদারজানি গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদ পর্যন্ত কাঁচা মাটির রাস্তা পাকা করণের আশু প্রয়োজন। লাল মাটির এই রাস্তায় বৃষ্টি মৌসুমে কোমলমতি স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের হাঁটা চলা খুবই কষ্টকর। ইহা ছাড়াও ঐ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে স্কুলে আসা যাওয়ায় অবর্ণনীয় কষ্টের শিকার হতে হয়। কাঁচা রাস্তার কারণে এ রাস্তায় যানবাহনও চলাচল করে না। মুমুর্ষ রুগী ও গর্ভবতী মায়েদেরকে হাসপাতালে নেওয়ার বিশেষ প্রয়োজনে অনেকসময় রুগীকে কাঠের তক্তায় শোয়াইয়া দড়ির সাথে বাঁশ লাগিয়ে মানুষ কাঁধে করে পার্শ্ববর্তী সিএন্ডবি রাস্তায় পাড় করে। যানবাহন চলাচল না করায় ঐ রাস্তায় ধান, চাল, পাট রবি শষ্যসহ বিভিন্ন ধরণের শাক সবজি ফলমূল কৃষকরা মাথায় ও কাঁধে বহন করে প্রায় ৫/৭ কিলোমিটার দূরবর্তী হাট বাজারে বাজারজাত করে থাকে।

ব্রিটিশ আমল থেকে বর্তমান সময় পর্যন্ত মাদারজানি গ্রামে আধুনিকতার কোন ছোয়া লাগে নাই। আধুনিক সভ্যতার এই যুগে এখনও এমন লাল মাটির কাঁচা রাস্তা বিরল ?

সরকার আসে সরকার যায়, জনপ্রতিনিধিদেরও পরিবর্তন হয়, কিন্ত মাদারজানি গ্রামের কাঁচা রাস্তার কোন উন্নয়ন হয় না ? সবাই শুধু মুখের ফুলঝুরি দিয়ে ভোট নিয়ে নিজের ভাগ্য উন্নয়নে ব্যস্ত, কিন্তু ঐ গ্রামের কাঁচা রাস্তা পাকা করণের কোন উদ্যোগ আজও কেউই গ্রহন করেননি ?

ঐ গ্রামের কোমলমতি শিক্ষার্থী কুলসুম আফরোজ মাহবুব জানান, সে তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। মাদারজানি গ্রাম থেকে তার স্কুলের দূরত্ব প্রায় ৬/৭ কিলোমিটার । তাকে বাড়ি থেকে কাঁচা মাটির ঐ রাস্তায় (পাকা রাস্তা বাদে) প্রতিদিন যাওয়া আসায় প্রায় ৬ কিলোমিটার মাটির রাস্তায় হাঁটতে হয়। সে অবিলম্বে রাস্তাটি পাকা করনের দাবী জানায়।

কথা হয় ইউনিয়নের মাধাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তৌহিদুর রহমানের সাথে, তিনি জানান, তার গ্রামের বাড়ি মাদারজানি। বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। মাদারজানি থেকে সরাসরি মাধাইনগর কালিবাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা হওয়ায় তাকে প্রতিদিন প্রায় ১০ কিলোমিটার রাস্তা ঘুরে স্কুলে যেতে হয়। তিনি অনতিবিলম্বে ধানকুন্টি – সড়াতলা থেকে মাদারজানি হয়ে মাধাইনগর কালিবাড়ি হাট পর্যন্ত ৭ কিলোমিটার কাঁচা রাস্তাটি পাকা করনের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোর দাবি জানান।

মাদারজানি গ্রামের মুরুব্বী দেলোয়ার হোসেন ওরফে দেলবার জানান, রাস্তাটি পাকা না হওয়ার কারণে তারা সবদিক থেকে পিছিয়ে আছেন। তথ্য প্রযুক্তির এই যুগে সর্বত্রই উন্নয়নের ছোঁয়া লাগলেও মাদারজানি গ্রামে উন্নয়নের ছোঁয়া বঞ্চিত। তিনি দ্রুত মাদারজানি স্কুল থেকে মাদারজানি পশ্চিমপাড়া জামে মসজিদ হয়ে ধানকুন্টি সড়াতলা পাকা রাস্তা পর্যন্ত রাস্তাটি পাকা করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান ।

সরকারের সংশ্লিষ্ট বিভাগ অতি সত্বর বিষয়টি আমলে নিয়ে তাড়াশ – নিমগাছি রাস্তার ধানকুন্টি সড়াতলা নামক স্হান থেকে মাদারজানি গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদ পর্যন্ত , একই গ্রামের পশ্চিম পাড়া থেকে মাদারজানি স্কুল হয়ে একই ইউনিয়নের মাধাইনগর কালিবাড়ি হাট পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকা করণের সকল ব্যবস্হা সম্পন্ন করবেন বলে ভূক্তভোগী মাদারজানি গ্রামের জনগণের প্রাণের দাবী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরে প্রবাসীর কেয়ারটেকারের নিকট চাঁদা দাবী ও হামলা

ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে নৌকা মনোনীত প্রার্থী কমলের গণসংযোগ ও পথসভা 

ভেঙ্গে গেলো আনারের রাজত্ব, আমদহ ইউপি চেয়ারম্যান  আ.লীগের প্রার্থী টোকন

জগন্নাথপুরে ৯১ বোতল মদসহ মাদক ব্যবসায়ী শিবু গ্রেফতার 

গরু মোটা তাজা করণে ভাগ্য খুলছে আত্রাইয়ের পারিবারিক খামারিদের

কোটচাঁদপুর উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা-অনুষ্ঠিত

নিউইয়র্ক স্টেট সিনেটর মনিকার সম্মাননা পেয়েছেন গোলাম ফারুক শাহীন

রাণীশংকৈলে নব যোগদানকৃত সরকারি শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্তদের বিদায় সংবর্ধনা 

পাইকগাছায় আর আর এফ এর স্বাস্থ ক্যাম্প অনুষ্ঠিত 

আগামী ২৪শে তৃনমূল নেতা ও কর্মীদের লড়াই করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান গিয়াসউদ্দিন মোল্লার