বিশেষ প্রতিনিধি॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত “স্যাম্পল সোশ্যাল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন” এসএসডিএ’র উদ্যোগে গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত হয়েছে, ২০ডিসেম্বর,২০২২ খ্রিঃ মঙ্গলবার সন্ধ্যা ৭ঘটিকা আম্বরখানাস্থ গোল্ডেন টাওয়ারে।
সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এস এম ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে লেখক ও সাংবাদিক মাওলানা আব্দুল মুকিত এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা-২০২২ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী কবি ও সাহিত্যক,দৈনিক জাগ্রত কণ্ঠ উপদেষ্টা এ্যাডভোকেট ওবায়েদুর রহমান,সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সবাজসেবী- ইউকে প্রবাসী সাংবাদিক, বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেটের সমাচার ২৪ ডটকম ও অনলাইন টিভি চ্যানেল এসএস টিভি’র চেয়ারম্যান মোহাম্মদ হারুন মিয়া, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন দৈনিক ভাটি বাংলা ডটকম’র -প্রধান সম্পাদক’ এম টু ভি গ্লোবাল লিমিটেড এর চেয়ারম্যান মোঃ মাহবুব বক্ত চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব তারা মিয়া তালুকদার, ভরারগাও নছিব উল্লাহ্ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা এবিএম নোমান, সিনিয়র সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা মোঃ খালেদ মিয়া, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও দৈনিক জাগ্রত কণ্ঠ সম্পাদক মোহন আহমেদ, উন্নয়নের পথে মানুষ উপমা’র প্রতিষ্ঠাতা নির্বাহী সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান, দৈনিক জাগ্রত সিলেট স্টাফ রিপোর্টার মোঃ ফখর উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম সোহেল-প্রমূখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তুষার চৌধুরী, সার্চ মানবাধিকার সোসাইটি সিলেট জেলা মুরাদ হাসান চৌধুরী, দৈনিক ভাটি বাংলা চেয়ারম্যান মোঃ এনামুল হক, বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির সহকারী সম্পাদক শামছুর রহমান জাবেদ, সহকারী সম্পাদক সাংবাদিক মোঃ বদরুজ্জামান বদরুল, সহকারী সম্পাদক আব্দুল কায়ূম, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক ও ছাত্রনেতা আরিফুজ্জামান রাহাদ, নির্বাহী সদস্য এনামুল হক সামী ও আহমদ মুসা সহ বিপুল সংখ্যক ব্যাক্তিবর্গ।
সংবর্ধিত অতিথি সহ সকল অতিথি ও বক্তারা আয়োজক সংগঠন এসএসডিএ’ সংস্থার গুণীজনদের সংবর্ধনার উদ্যোগ নেওয়ার ভূয়সী প্রশংসা করেন বলেন- ক্ষুদ্র পরিসরে এ আয়োজনের অনেক তাতপর্য রয়েছে। প্রবাসের রেমিট্যান্স যোদ্ধারা প্রতিনিয়ত দেশের উন্নয়ন অগ্রগতিতে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। শতাব্দীর রেকর্ড ভঙ্গকারী ভয়াবহ বন্যা ও করোনা কালীন সময়ে প্রবাসীদের শ্রমে ঘামে কষ্টার্জিত অর্থ দিয়ে পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশি ও সমাজের দুর্দশাগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
ভাটি এলাকার রেমিট্যান্স যোদ্ধারা মুক্তিযুদ্ধের সময় অর্থ সহায়তার পাশাপাশি বাংলাদেশের পক্ষে বিশ্বব্যাপী ব্যাপক জনমত গঠনে অবিস্মরণীয় ভূমিকা পালন করেন। এছাড়া ভাটি এলাকা সহ গোটা সিলেটে শিক্ষা-চিকিৎসা সহ আর্থ-সামাজিক উন্নয়নে অবধান রেখে যাচ্ছেন। তাই তাদেরকে সংবর্ধনা দিলেও সঠিক প্রতিদান হবে না।
এসএসডিএ সংস্থার নির্বাহী পরিচালক এস এম ওয়াহিদুল ইসলাম এই মহতী উদ্যোগ নেওয়ায় আমরা উনাকে ধন্যবাদ জানান- উপস্থিত অতিথি বৃন্দ।