পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায়
বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোখলেছুর রহমান, বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম মোস্তফা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম আযম, বলরামপুর নাগরিক সমাজের আহবায়ক শাহ-আলম, যুগ্ন আহ্বায়ক সাংবাদিক তোফাজ্জল হোসেন, যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান মিঠু। এসময় আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ফারুক হোসেন, সাদ্দাম হোসেন, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য জবা রাণী ও জয়ন্তী রাণী প্রমুখ।
সভায় ১২ কোটি ৭৯ লাখ, ৫ হাজার, ৩ শত ২৫ টাকার বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ সচিব মোখলেছুর রহমান। সমাপনী বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন।