কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ‘সন্ত্রাসী হামলা’ চালিয়ে বাড়ির ইটের দেয়াল ভাংচুরের অভিযোগ উঠেছে। এসময় বাড়ির মালিকসহ পরিবারের ৪ জন আহত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেবগঞ্জ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী হামলাকারী মোঃ আব্দুস সালামকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনার স্থল থেকে অবরুদ্ধ হামলাকারী আব্দুস সালামকে তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে থানা হেফাজতে আটক রাখা হয়।
আটককৃত যুবক উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত কাজেম উদ্দিনের পুত্র মোঃআব্দুস সালাম। বর্তমানে আহতদের আত্রাই উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, বাড়ির ঘরের দরজা লাগানোকে কেন্দ্র করে সাহেব গঞ্জ গ্রামের মৃত মিজানুর রহমান মজনু পুত্র আক্তার হোসেনের পরিবারের সঙ্গে একই গ্রামের মৃত কাজেম উদ্দিন সরদারের পুত্র আব্দুস সালামের দীর্ঘদিন থেকে জমি-জমা নিয়ে দন্ধ চলে আসছে। এই দ্বন্ধরে সূত্রপাত ৪ বছরের থেকে।
বুধবার বাড়ির একটি ঘরের দরজা লাগানো নিয়ে হামলার ঘটনা ঘটে। হামলাকৃত ওই বাড়ির পিছনে ওয়ালের দেওয়ালে কেটে আকতার হোসেন তার ঘরের দরজা সেট করছিল এতে হামলাকারীর সাথে দরজা লাগানোকে কেন্দ্র করে সন্ত্রাসী বাহিনীরা তার বাড়িতেসন্ত্রাসী হামলা করে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এতে আকতার হোসেন বাধা দিতে গেলে প্রথমে বাক বিতন্ডা শুরুর একপযায়ে মোঃ আব্দুস সালাম তার ৮/১০ জন সন্ত্রাসী বাহিনী অবৈধ ভাবে ঘরে প্র্রবেশ করে এবং আকতার হোসেনকে দেশিীয় অস্ত্র লোহার রড,হাসুয়া, লোহার খোন্তি নিয়ে চড়াও হয়ে মারধর ও আঘাত করতে শুরু করে । এসময় আক্তার হোসেন কে রক্ষা করতে গেলে আক্তার হোসেনের স্ত্রী বিজলী বেগম(৩২) কলেজপড়ুয়া কন্যা আনিকা(১৮) এবং স্কুল পড়ুয়া কন্যা,আখিঁ (১৬) গুরুত্র আহত হয়। এমন অবস্থা দেখে স্থানীয়রা ক্ষিপ্ত হন। তারা একত্র হয়ে হামরাকারীদের ধাওয়া করেন এবং আব্দুস সালামকে আটক করে থানায় খবর দেন।
বাড়ির মালিক আক্তার হোসেনের স্ত্রী বিজলী বেগম জানান, আমার বসতবাড়ির ঘরের দরজা লাগাতে গেলে আব্দুস ছালাম সরদার(৪২) পিতা মৃত কাজেম উদ্দিন সরদার,স্ত্রী সন্ধ্যা (৩৪) ভাই ফরিদুল ইসলাম সরদার(৩০) স্ত্রী রোমনা(২৫) ভাই মহিদুল ইসলাম সরদার ২৭) এবং সালাম সরদারের পুত্র রিমন সরদার (১৮) সুমন সরদার(১৬) গং ঘরের দরজা লাগাতে বাধা দেয়াতে এমন সংঘষ ঘচে। তিনি আরো জানান ,৪/৫ বছর ধরে তাদের এদ্বন্দ্ব চলে আসছে।
এ বিষয়ে স্থানীয় ভাবে ইউনিয়ন পরিষদে অভিযোগ দেয়া আছে এবং জমির মালিকানা নিয়ে আদালতে মামালা বিচারাধীন রয়েছে। আদলতকে অমান্য করে এমন ঘটনা আমাকে ও আমার স্বামী,কন্যাদের মারধর, স্লীতহানী,আমাকে বিবস্ত্র করে,মারধর করে জখম এবং বাড়ি ঘর ভাঙচুর করে আব্দুস সালাম ও তার সন্ত্রাসী বাহিনী। আব্দুস সালাম বলেন, আমার বাবার ক্রয় কৃত সম্পত্তিতে জবর দখল করে বাড়ি ঘর নির্মাণ করে আক্তার হোসেন বসবাস করে আসছে। এবিষয়ে তাকে কোন কিছু নির্মাণ করতে বাধা দিলে সে এবং তার পরিবার বিভিন্ন খারাপ ভাষায় গালমন্দ করে। আজকের ঘটনায় আমি তাকে দরজা লাগাতে নিষেধ করলে সে এবং তার পরিবার স্ত্রী কন্যা দ্বয় লোহার খন্তি নিয়ে আমার উপর আক্রমন করে। তবে সন্ত্রাসী বাহিনী হামলা চালানোর অভিযোগের বিষয়টি এড়িয়ে যান মোঃআব্দুস সালাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সাত/ আটজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তারা আকতার হোসেনের উপড় হামলা, বাড়ি ঘড় ভাংচুর করে। এক পর্যায়ে গ্রামবাসী একত্র হয়েসন্ত্রীদের ধাওয়া করে আব্দুস সালামকে আটক করে। আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাবুদ্দিন বলেন, বাড়ির ঘরের দরজা লাগানোকে কেন্দ্র করে হামলা ও মার ধরের ঘটনা ঘটেছে। দুই পক্ষই থানায় অভিযোগ করবে বলে জানিয়েছেন। ওই গ্রামের পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।