মোহাম্মদ আরমান চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত:
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের মান্যবর কনসাল জেনারেল জনাব মোঃ রাশেদুজ্জামান দুবাইস্থ ‘মিনিষ্ট্রি অব হিউম্যান রিসোর্সেস এন্ড এমিরেটাইজেশন (MOHRE)’ -এর আন্ডার সেক্রেটারী জনাব খলিল ইব্রাহিম খোরি’র সাথে সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি (মোহরী)এর কার্যালয়ে তিনি এই সাক্ষাৎকারের এসময় তিনি দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ভিসা প্রাপ্তি ও স্থানান্তর সহজীকরণ এবং এদেশে বসবাসরত প্রবাসী কর্মীদের কল্যাণসহ দ্বিপাক্ষি ক নানা বিষয়ে আলোচনা করেন।
কনসাল জেনারেল সংযুক্ত আরব আমিরাতেপ্রকৌশলী, ডাক্তার, নার্সসহ বিভিন্ন সেক্টরে অধিকহারে বাংলাদেশীদের নিয়োগের বিষয়ে জনাব খোরি’র দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়া, তিনি দুবাইসহ আমিরাতের বন্দরসমূহে বাংলাদেশী নাবিকদের সাইন অফ/ট্রানজিট ভিসা প্রাপ্তিতে জটিলতা নিরসনে MOHRE-এর সহযোগিতা কামনা করেন। জনাব ইব্রাহিম খোরি কনসাল জেনারেল-এর অনুরোধ গুলো গুরুত্বসহকারে শোনেন এবং এ সকল বিষয়ে তার মন্ত্রণালয় হতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বৈঠকে কনস্যুলেট-এর শ্রম কল্যাণ উইং এবং MOHRE-এর সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।