বাংলাদেশ সকাল ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা ও জুলাই আন্দোলনে সক্রিয় অনেকেরই ফেইসবুক আইডি হঠাৎ নিষ্ক্রিয় দেখা গেছে।
বুধবার রাত ১১টার সময়ও তাদের কারো কারো ফেইসবুক আইডিতে ঢুকে নিষ্ক্রিয় দেখা গেছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নামে পেইজ পাওয়া গেলেও আসিফ মাহমুদ নামে আইডি নিষ্ক্রিয় পাওয়া গেছে।
অন্য যাদের আইডি নিষ্ক্রিয় তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আবু সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অনলাইন একটিভিস্ট সাইদ আব্দুল্লাহ।
এ বিষয়ে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
আইডি নিষ্ক্রিয় থাকার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরেরর সভাপতি সাদিক কায়েম বলেছেন, তাদের মধ্যে দুজনের আইডি ‘হ্যাকড’ হয়েছে। তাই তারা নিষ্ক্রিয় করে রেখেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সাইদ আব্দুল্লাহ ও খান তালাত মাহমুদ রাফির ফেইসবুক আইডি হ্যাকড হয়েছে। বাকিরা আমরা সবাই সর্তকতা অবলম্বন করে নিজেরাই ডিএক্টিভ করে রেখেছি।
“প্রয়োজনীয় কিছু ব্যবস্থার নিতে হবে তারপর আবার আইডি সক্রিয় করব।”
সুত্র: বিডি নিউজ