স্টাফ রিপোর্টার: ১০মার্চ ২০২৪, রবিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (রাউন্ড টেবিল) অতি সম্প্রতি ঢাকা বেইলি রোডে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতা, ইউবিআইএসডব্লিউএফ’র সভাপতি, আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইউবিআইইএমও’র সিনিয়র সহ-সভাপতি ও সাপ্তাহিক গণবাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক এডভোকেট আতাউর রহমান শামীম সহ নিহতদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা এম এ করীম, ঢাকা দক্ষিণ আওয়ামীলীগের উপদেষ্টা মিনহাজ উদ্দিন মিন্টু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ ও বাসস এর সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান কামাল, স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর, দৈনিক বঙ্গজননীর প্রধান সম্পাদক আলী নিয়ামত,দৈনিক ফুলতলা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক এবং ইউবিআইএসডব্লিউএফ’র সহ-সভাপতি মো: সুমন সরদার, ইউবিআইইএমও ও,ইউবিআইএসডব্লিউএফ’র সাধারণ সম্পাদক এম এ বাশার প্রমুখ।
বিশেষ স্মৃতিচারণ করেন এডভোকেট আতাউর রহমান শামীমের কন্যা ফারদিনসহ নিকট আত্মীয় সজন।
সভায় সভাপতিত্ব করেন চিত্তরঞ্জন দাস, কাউন্সিলর ৫ নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন, এডভোকেট বলরাম পোদ্দার, জাতীয় দৈনিক বাংলাদেশ সকাল এর প্রকাশক ও সম্পাদক এবং ইউবিআইইএমও ও ইউবিআইএসডব্লিউএফ’র যুগ্ম সাধারণ সম্পাদক মীর দিনার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।