বাংলাদেশ সকাল
বুধবার , ২৯ নভেম্বর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

ঈদগাঁওতে গুলিবিদ্ধ হয়ে নিহত সাহাব উদ্দিন সিএনজি চালক নাকি অপহরণকারী দলের সদস্য !

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও কালিরছড়ার পূর্বে গহীন অরণ্যের বাহাতের ঝিরি নামক স্থান থেকে সাহাব উদ্দিন নামের এক সিএনজি চালকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার বিকেলে তার লাশটি উদ্ধার করে ঈদগাঁও থানা।

নিহত সাহাব উদ্দিন লামার ফাঁসিয়াখালীর ডান হাতির ছড়া গুলিস্তান বাজারের বাসিন্দা বলে জানা গেছে। একই দিন সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।

লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা ঈদগাঁও থানার এস.আই আরকানুল ইসলাম জানান, খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা হয়, গহীন অরণ্যে হওয়ায় ঘটনাস্থল চিহ্নিত করতে একটু বেগ পেতে হয়েছে পুলিশকে। পরে সন্ধান চালিয়ে লাশ উদ্ধার পূর্বক সুরত হাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে সাহাব উদ্দিনকে হত্যা করতে পারে বলে ধারণা করছেন। তার শরীরে গুলির চিহ্ন দেখা গেছে।

সিএনজি চালক সাহাব উদ্দিনের লাশ উদ্ধার নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়। কেউ বলছে সে এক জন ডাকাত দলের সদস্য, কেউ বলে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করে। সাহাব উদ্দিনের পরিবার দাবি করেন, গত রবিবারে সে নিখোঁজ হয়, নিখোঁজের পর অপরিচিত একটি মুঠোফোন নম্বর থেকে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পাওয়ায় হত্যা করতে পারে সন্ত্রাসীরা।

ফাঁসিয়াখালী ডান হাতির ছড়া গুলিস্তান বাজার এলাকার বাসিন্দা মোঃ আক্কাস আলী জানান, নিহত সাহাব উদ্দিন পেশায় একজন সিএনজি চালক। ১৫/১৬ বছর আগে রশিদ নগর ইউনিয়ন থেকে এসে বসবাস করে আসছিল। পাশাপাশি স্থানীয় একটি মসজিদে সভাপতির দায়িত্বও পালন করছিল সাহাব উদ্দিন। ঘটনার ৩ দিন আগে থেকে নিখোঁজ হয়েছিল বলে শুনছিল মোঃ আক্কাস আলী।

প্রাপ্ত তথ্যে জানা যায়,সম্প্রতি ঈদগাঁও ঈদগড় সড়কে ডাকাতি ও অপহরণ পূর্বক মুক্তিপণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে । গত এক সপ্তাহের ব্যবধানে জনপ্রতিনিধিসহ অপহরণের শিকার হয়েছে ৪ জন। রবিবার রাতে অপহরণের শিকার হন ঈদগড় ইউনিয়ন পরিষদের মেম্বার রুস্তম আলী। তিন ঘন্টার ব্যবধানে ২ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান রুস্তম আলী মেম্বার।

লোকমুখে চাউর হয়েছে, রুস্তম আলী মেম্বার অপহরণ পূর্বক মুক্তিপণ আদায়ের ঘটনার পর পরই ২/৩ শ জনের সশস্ত্র এলাকাবাসী পাহাড়ে প্রবেশ করে অপহরণকারী দলের আস্তানায় গুলি চালায়। পাল্টাপাল্টি গুলিতে সিএনজি চালক সাহাব উদ্দিনের মৃত্যু হয় হয় বলে জানান ঈদগড়ের কয়েকজন ব্যক্তি। তারা ধারণা করছেন সাহাব উদ্দিনও একজন অপহরণকারী দলের সদস্য। তবে সাহাব উদ্দিনের পরিবারের দাবি সাহাব উদ্দিনকে কৌশলে ডেকে এনে দুই লক্ষ টাকা মুক্তিপণের জন্য অপহরণকারীদের আস্তানায় জিম্মি করে বেধে রেখেছিল। এলাকার লোক জনের উপর্যপুরী গুলিতে সাহাব উদ্দিন মারা যায়। একই দিন আরো তিন ডাকাত গুলিবিদ্ধ হয়েছে বলে গুঞ্জন উঠলেও তাদের পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার পুরোদিন পাহাড়ে ডাকাত দলের দুই গ্রুপের ব্যাপক গোলা গুলির সংবাদ চাউর হলেও নির্ভরযোগ্য এবং সংশ্লিষ্ট আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্য সঠিক তথ্য দিতে পারেননি।

সাহাব উদ্দিনের মেয়ের জামাই, ডুলহাজারার বাসিন্দা আবদুল করিম জানায়, খবর পেয়ে তারা কক্সবাজার সদর হাসপাতালে যায়। সেখান থেকে ময়না তদন্ত শেষে লাশ বাড়িতে নিয়ে গিয়ে পরবর্তী ব্যবস্থা নিবেন।

সচেতন মহলের মতে, নিহত সাহাব উদ্দিন সিএনজি চালক নাকি অপহরণকারী দলের সদস্য? তা পূঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিএডিবি’র ক্যানসার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গৌরীপুরের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সোমনাথ সাহা 

রাণীনগরে মহান স্বাধীনতা দিবস পালিত

আমনের ক্ষেত পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছে আমন চাষীরা

শেরপুরে বোনকে হত্যার অভিযোগে গ্রেফতার ভাই 

সভাপতির পদ নিয়ে বিরোধ; সলুয়া আদর্শ ডিগ্রি কলেজ অধ্যক্ষের কক্ষে তালা

ঈদগাঁওতে নিখোঁজ যুবকের সন্ধানে ডুবরী দল, তিনদিনেও খোঁজ মেলেনি : উদ্বেগ-উৎকন্ঠা

তাহিরপুরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে চার হাত-পা ভেঙে ফেলার মামলায় গ্রেফতার ১

৩ নভেম্বর জেলহত্যা দিবস পালন করবে ইউএস আওয়ামী লীগসহ অন্যান সংগঠন 

ডোমারে অমর শিল্পী আব্বাস উদ্দীনের জন্মতিথি উদযাপন