রতন দে, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে কালকিনিতে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন।শনিবার (৪ জানুয়ারি) দুপুরে কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত তারা উভয়ে কালকিনি উপজেলা বিএনপির অফিসের সামনে অবস্থান করছিলেন। হঠাৎ করে দুপুরের দিকে কালকিনি উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মামুন সিকদার ও শামিম মোল্লার মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এর মধ্যে উভয় পক্ষ দ্বন্ধে জড়িয়ে পড়লে দেশী অস্ত্র শস্ত্র নিয়ে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে মামুন সিকদার, শামিম মোল্লা, তুহিন বেপারী, মিন্টু ঘরামী, জাহিদ হাসান, সম্রাট সহ ১০জন আহত হয়েছেন। সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা উপজেলার বিভিন্ন চিকিৎসালয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়। মামুন সিকদার ও শামিম মোল্লাকে মুঠো ফোনে কথা বলার চেষ্ঠা করে তাদের পাওয়া যায়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।