বাংলাদেশ সকাল
সোমবার , ৮ জুলাই ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

গাজীপুরে মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুর সন্ধান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৮, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ

 

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি : গাজীপুরে বাড়ি নির্মাণ করার জন্য মাটি খোঁড়ার সময় গ্রেনেডসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। সোমবার (৮ জুলাই) সকাল পৌনে ৯টায় গাজীপুর মহানগরের দক্ষিণ ছায়াবিথী (বুম্বাইবাড়ী) এলাকায় এ ঘটনা ঘটে।

ওই জমির মালিক প্রবাসী আবুল কাশেম। তিনি কাপাসিয়া উপজেলার খিরাটি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।আবুল কাশেম জানান, চার বছর আগে বাড়ি নির্মাণের জন্য সাড়ে তিন কাঠা জমি কেনেন। গ্রেনেডসদৃশ বস্তু দেখে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানান। পরে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল টিমের একটি ইউনিট দুপুর ১২টায় ঘটনাস্থলে আসে। এর আগে সকাল ১০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করেন এ বিষয়ে।

জিএমপির সহকারী কমিশনার ফাহিম আশজাদ জানান, বোম্ব ডিসপোজাল টিমের পরামর্শে নিরাপত্তার জন্য আশেপাশের স্থানীয় বাসাবাড়ির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা সেলিম সরকার জানান, কয়েকদিন ধরে ওই বাড়ি নির্মাণ করার জন্য মাটি খোঁড়া হচ্ছে। স্থানীয়রা সকালে জানতে পারেন, লেবাররা কাজ করার সময় মাটির চার ফুট নিচে একটি মাটির কলসের মধ্যে পলিথিনে মোড়ানো গ্রেনেডসদৃশ বস্তু দেখতে পাওয়া গেছে।

ঘটনাস্থলের আশেপাশে উৎসুক জনতা নিরাপদ দূরত্বে থেকে পুলিশের কার্যক্রম দেখছেন।

বোম্ব ডিসপোজাল টিমের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুজ্জামান জানান, ১৫ সদস্যের ডিসপোজাল টিম তাদের রিমোট কন্ট্রোলের মাধ্যমে রোবট দিয়ে গ্রেনেড নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ