এনামুল হক ছোটন॥ ময়মনসিংহ জেলা পরিষদের সফল চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ জননেতা অধ্যাপক ইউসুফ খান পাঠান জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ২য় বারের মতো নির্বাচিত হওয়ায় বাংলাদেশের জমিয়াতুল মোদার্রেছীন ময়মনসিংহ সদর উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
১২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে সম্মাননা স্মারক প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ ড. মোঃ ইদ্রিস খান।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ময়মনসিংহ সদর উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন( শিবলী) সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাতলাসেন কাদেরিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মুহাম্মদ দেলোয়ার হোসেন আজিজী, আল আরাবিয়া দাখিল মাদরাসা সুপার মোঃ নূর আহমেদ, চরশিরকলদী সাহেবিয়া দাখিল মাদরাসা সহ শিক্ষক আব্দুল হান্নান সহ প্রমুখ। এছাড়াও সদর উপজেলা সকল মাদারাসার সুপার ও সহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ময়মনসিংহ সদর উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচছা প্রদান করা হয় ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার। পরে জেলা পরিষদের নির্বাচনে বিপুল ভোটে ২য় বারের মতো নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।