মোঃ আনোয়ার হোসেন, ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডোমারে মালবোঝাই ট্রাকের ধাক্কায় সেলিম আহমেদ (৪৫) ও ডিমলায় মজিদুল ইসলাম মলিন(৫০) নিহত হয়েছেন।
সোমবার ৯ই ডিসেমম্বর বিকালে পৌর শহরের পোষ্ট অফিসের সামনে ও মসজিদ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী কাকতলী গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বাড়ি থেকে সেলিম আহমেদ মোটরসাইকেল চালিয়ে ডোমার বাজারে আসছিলেন। এ সময় বিপরীত দিক দিয়ে আসা মালবোঝাই একটি ট্রাকের ধাক্কায় সেলিম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। এরপর ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম দূর্ঘটনায় সেলিমের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে ৮ডিসেম্বর রাতে একটি ট্রাক ডিমলা কেন্দ্রীয় জামে মসজিদের মার্কেটের সামনে রাস্তায় ডিমলার খগাখড়িবাড়ী ইউনিয়নের উত্তর খড়িবাড়ী গ্রামের মকলেছার রহমানের পুত্র মজিদুল ইসলাম মলিন(৫০) ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে ডিমলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
নিহত মলিনের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মলিনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহি জানিয়েছেন।