কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: “ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারী) উপজেলা প্রশাসনের আয়োজনে আত্রাই উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
এত উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী অফিসার মোঃ কামাল হোসেন, ইউনাইটেডপ্রেস ক্লাব, আত্রাই, নওগাঁ সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাছির উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) মীর তোফাজ্জল হোসেন, পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক খবিরুল ইসলাম, বিশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দিন মন্ডল, হাটকালু পাড়া ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন,ছাত্র প্রতিনিধি তারেক আহম্মেদ সম্রাট, ছাত্র প্রতিনিধি রাব্বী হোসেনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলার সকল দপ্তর প্রধান গন উপস্থিত ছিলেন।