বাংলাদেশ সকাল
রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

দিনে দুপুরে সীতাকুণ্ড সদর বাজারে চলছে শতবর্ষী পুকুর ভরাট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুন্ড॥ চট্টগ্রামের সীতাকুন্ড সদর বাজারের মধ্যে বিতর্কিত মালিকানাধীন শতবছরের পুরনো পুকুর জোড়পূর্বক ভরাট করছে প্রভাবশালী মহলের ছত্রছায়ায়, অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত মালিক।

জলাধার সংরক্ষণ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সীতাকুণ্ডে চলছে একশ বছরের পুরোনো একটি পুকুর ভরাট। পৌর সদরের কলেজ রোড বড়বাজার এলাকায় অবস্থিত ওই পুকুরের অর্ধেকাংশ ইতিমধ্যে বালু ফেলে ভরাট করে ফেলা হয়েছে। কেটে ফেলা হয়েছে পুকুরপাড়ের বেশ কিছু গাছও। সীতাকুণ্ড পৌরসভার ৩ নং ওয়ার্ড মহাদেবপুর গ্রামের মহাদেবপুর মৌজার এ পুকুরটির আয়তন প্রায় ৫৯ শতক। শত বছরের এই পুকুরটি যুগ যুগ ধরে পুকুরের চারপাড়ের স্থানীয়রা ব্যবহার করে আসছেন নিত্যকাজে।

রবিবার সকালে সরেজমিন দেখা যায়, শতবর্ষী ওই পুকুরটিতে ট্রাকে করে বালু ফেলা হচ্ছে। এ সময় পুকুরপাড়ে কেটে ফেলা গাছপালার ডালও পড়ে থাকতে দেখা গেছে। সেখানে থাকা আরও গাছপালা কাটার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ সময় কথা হয় পুকুরটির পূর্বের এক মালিক দাবীদার প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে। তিনি আমাদের সময় কে বলেন, পুকুরটি আমরা বিক্রি করে দিয়েছি। পুকুরটি ময়লা-আবর্জনার পড়ে পানি দূষিত হয়ে গেছে, মশা-মাছির উপদ্রব বেড়েছে। এটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী বলে দাবি করেন তিনি।

কিন্তু স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, পুকুরটি নিয়ে সিবলী সাদিক ও বদিউল আলম দুই পক্ষের বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান। মামলার বাদী- সিবলী সালেম বিবাদী- বদিউল আলম ও গৌতম কুমার অধিকারী, এস,এম, মুরাদ গং। মামলা নং-৪৮৩/২২ ইং,চট্টগ্রাম জজকোর্ট।

তবে শতবর্ষী পুকুরটির ওপর বহুতল ভবন তুলতে ও বেশি দামে প্লট বিক্রি করতে পুকুরটি ভরাট করছে কলেজ রোড়ের বাসিন্দা গৌতম অধিকারীসহ কয়েকজন। আর এ জন্য ট্রাকে রাত-দিন বালু ফেলা হচ্ছে পুকুরে। ইতিমধ্যে প্রভাবশালী একটি গ্রুপকে পুকুর ভরাটের দায়িত্ব দেওয়া হয়েছে। সিবলী সালেম আমাদের গণমাধ্যমকে জানান, শত বছর ধরে পুকুরটি নিত্যকাজে আশে পাশের লোকজন ব্যবহার হয়ে আসছে। পুকুরটিতে একসময় প্রচুর মাছ উৎপাদন হতো। বিবাদীরা পানি সেচ করে বালু দিয়ে ভরাটের ফলে সবকিছু চাপা পড়ে গেছে।

প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ অনুযায়ী, কোনো পুকুর, জলাশয়, নদী, খাল ইত্যাদি ভরাট করা বেআইনি। এই আইনের ৫ ধারা অনুযায়ী, প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন বা অন্য কোনোভাবে ব্যবহার, ভাড়া, ইজারা বা হস্তান্তর বেআইনি। কোনো ব্যক্তি এ ধারা লঙ্ঘন করলে আইনের ৮ ও ১২ ধারা অনুযায়ী পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত ২০১০) অনুযায়ী যেকোনো ধরনের জলাশয় ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ।

যদিও এসব আইনের কোনো তোয়াক্কা নেই সীতাকুণ্ডে। গত এক বছরে কেবল পৌরসদরেই ভরাট করা হয়েছে অর্ধশতাধিক বড় বড় দীঘি ও পুকুর। ইতিমধ্যে সীতাকুণ্ডের নামার বাজার এলাকায় বিশাল একটি দীঘি ভরাট করে প্লট আকারে বিক্রি শুরু করেছেন সেটির মালিক কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ।

পৌরসদরের উত্তর বাজারের দাসপাড়ায় একটি প্রাচীন পুকুর ভরাট করে গড়ে তোলা হয়েছে সীতাকুণ্ড চক্ষু হাসপাতালের বহুতল ভবন ও মার্কেট। একই এলাকায় ভূঁইয়া টাওয়ারের পেছনে আরেকটি পুকুর ভরাট করা হয়েছে। গত কয়েক মাস আগে প্রশাসন অভিযান চালিয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করার নির্দেশ দিলেও তা মানেননি মালিকরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন আমাদের সময় কে বলেন, ইতিমধ্যে আমি পুকুরটি পরিদর্শন করেছি। ভরাটের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। এভাবে পুকুর ও জলাশয় ভরাট বেআইনি। বেশ কয়েকটি পুকুর ভরাটে আটক, জরিমানাও করেছিলাম কিন্তু অদৃশ্য কারনে রাতের আঁধারে ভরাট হয়ে গেছে। এব্যাপারে পরিবেশ অধিদপ্তর ও এগিয়ে আসতে হবে।

এদিকে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সাথে যোগাযোগ করা হলে বলেন, আমরা আগে জানতামনা, আপনাদের কাজ থেকে শুনলাম, খুব শীঘ্রই অভিযান চালাবো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বেনাপোলে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে নিহত ১, আহত ১

শুভেন্দুর অভিযোগ রাজ্য পুলিশের মদতেই গরুপাচার চলছে

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ চট্টগ্রাম জেলার সভাপতি খোকন, সোলায়মান সম্পাদক

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করেন মসিক মেয়র 

তাহিরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী 

সার নিয়ে বিভ্রান্তি ও অবৈধভাবে ব্যবসা করলে কোমরে দড়ি পড়বে

পটুয়াখালীতে দেবরের দায়ের কোপে বড় ভাইয়ের স্ত্রী জখম

নলডাঙ্গায় মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

যশোরে সেনাবাহিনীর গাড়িতে হামলা;  শ্রমিক ইউনিয়ন ৪৬২ সভাপতি সা. সম্পাদকসহ আটক ১৭

সীতাকুণ্ডে আইনশৃংখলা বিষয়ক মাসিক সভায় ইউএনও : সন্ত্রাসী চাঁদাবাজী ও মাদককারবারীদের ছাড় নয়