আব্দুল্লাহ আল মামুন : দেবহাটা উপজেলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। ১৩ ই অক্টোবর আসছে সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। চলছে ব্যাপক প্রস্তুতি। এই উৎসবকে ঘিরে ঘরে ঘরে দেবী দুর্গার বইছে আগমণী বার্তা।
বুধবার বেলা ২ টায়,উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে মন্ডপ পরিদর্শনে করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, সাথে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, আরো উপস্থিত ছিলেন মন্দির কমিটির উপদেষ্টা সুজিত বিশ্বাস, সাধারণ সম্পাদ নিমাই মন্ডল, মন্দির কমিটির কোষাধক্ষ লক্ষীকান্ত দত্ত, সদস্য সাধন সরকার। নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন দেবহাটা উপজেলা এই বছর ২১ টি মন্ডলে পূজা উদযাপন হচ্ছে, মন্ডপ গুলোতে যথাসম্ভব নিরাপত্তা ও নিরাপদে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের ব্যাপারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সাথে সাথে তিনি আরো বলেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।দেবহাটা দুর্গা মন্দির কমিটির সভাপতি ঝন্টু দে বলেন, প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে যাতে করে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করলেই সাথে ব্যাবস্থা নিতে পারি।