![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আব্দুল্লাহ আল মামুন দেবহাটা (সাতক্ষীরা)॥ দেবহাটায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটার বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৬মার্চ, ২৩ ইং বৃহস্পতিবার সখিপুরস্থ হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে ছাত্রীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনী ও স্বাধীনতা সংগ্রাম বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
উক্ত সভায় আলোচনা করেন দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত, বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিবুল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম।এ সময় আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক ছিদ্দিকুর রহমান ও সহকারী অধ্যাপক বাবু অনিশ রঞ্জন গাতিদার।
এছাড়া ১৫ মার্চ পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাথে ও পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস নিয়ে আলোচনা করেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।