বাংলাদেশ সকাল
বুধবার , ৪ জুন ২০২৫ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পশুর হাটের নিরাপত্তা ও চাঁদাবাজি রোধে মাঠে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, চলছে মোবাইল কোর্ট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৪, ২০২৫ ২:২৬ পূর্বাহ্ণ

 

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ: ঈদুল আজহা ঘিরে বন্দরে কোরবানির হাটে চলছে বিরামহীন প্রস্তুতি। নিরাপত্তা ও চাঁদাবাজি রোধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া কঠোর নির্দেশনা দেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে কাজ করার নির্দেশ দেন। সেই নির্দেশ পেয়ে মাঠে নেমেছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, চলছে মোবাইল কোর্ট।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাটের প্রস্তুতি। ঈদের আগমুহূর্তে হাটগুলো হয়ে উঠেছে ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলায় পরিণত। কিন্তু কেবল পশু কেনাবেচা নয়, নিরাপত্তা ও অনিয়ম ঠেকাতে প্রশাসনের নানা পদক্ষেপ এবার ঈদের পশুর বাজারকে ঘিরে আলোচনার কেন্দ্র।বিশেষ করে পশুর হাটে চাঁদাবাজি, চুরি, জাল টাকা অন্যান্য অপরাধ প্রতিরোধে বন্দর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম (পিপিএম) জানিয়েছেন, “প্রতিটি হাটের জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীও পাশে থাকবে। হাটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রতিটি কোণে নজরদারি চালানো হচ্ছে।”

পাশাপাশি নদীপথে পশুবাহী নৌযান চলাচল নির্বিঘ্ন রাখতে নৌপুলিশকেও প্রস্তুত রাখা হয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা চাঁদাবাজি না ঘটে।

কোরবানির পশু কেনাবেচায় লাখ লাখ টাকার লেনদেন হয় প্রতিদিন। এর নিরাপত্তায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিশেষ বুথ স্থাপন করা হচ্ছে প্রতিটি হাট এলাকায়। ডিজিটাল লেনদেন এবং ক্যাশ ম্যানেজমেন্ট নিয়েও নেওয়া হয়েছে সুনির্দিষ্ট ব্যবস্থা।হাট চলাকালে পশুর মলমূত্র ও বর্জ্য ব্যবস্থাপনায় যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ইউএনও মো. মোস্তাফিজুর রহমান বলেন,“ইজারাদারদের সঙ্গে চুক্তি অনুযায়ী বর্জ্য পরিষ্কার তাদের দায়িত্ব। তবে তারা যদি ব্যর্থ হয়, তাহলে প্রশাসন নিজের খরচে অপসারণ করবে। এজন্য আগে থেকেই নির্দিষ্ট ফান্ড রাখা হয়।”

যদিও প্রশাসন নিরাপত্তা ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিয়ে আশ্বাস দিলেও স্থানীয় জনগণের মধ্যে আবাসিক এলাকায় হাট বসানো নিয়ে রয়েছে অসন্তোষ।

তাদের অভিযোগ,রাস্তা বন্ধ করে হাট বসানোয় যান চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। পাশাপাশি পশুর বর্জ্যের দুর্গন্ধে দুর্বিষহ হয়ে উঠেছে পরিবেশ।”

এই বিষয়ে ইউএনও বলেন, “বিকল্প জায়গার অভাবেই কখনো কখনো আবাসিক এলাকাতেই হাট বসাতে হয়, তবে হাট শেষে দ্রুত পরিষ্কার করা হবে।”চাঁদাবাজি, জাল টাকা, প্রতারণা বা কোনো অপরাধ ঠেকাতে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই সঙ্গে চালু রয়েছে ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর, যেখানে সাধারণ মানুষ যে কোনো অপরাধের তথ্য গোপনীয়ভাবে জানাতে পারবেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

না’গঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আড়াইহাজার ও গোপালদীতে মোবাইল কোর্ট অভিযান 

আমতলী বন্দর মডেল সরকারী  প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন 

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রোগী বহনকারী এম্বুলেন্সে ডাকাতি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

রাণীশংকৈলে আ’লীগ থেকে কাউন্সিলর তালেবকে বহিষ্কার

কাশিয়ানীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত

ভুরুঙ্গামারীতে গ্রাম পুলিশ কতৃক গাঁজা উদ্ধার, ইউপি পরিষদে পুড়িয়ে ধ্বংস

আমতলীতে দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত গ্রেফতার 

ডোমারে বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ