সাইফুল্লাহ নাসির: লন্ডন প্রবাসী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর স্নেহধন্য বরগুনা-০২ বামনা-পাথরঘাটা সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মাওলানা শামীম আহমেদের সার্বিক সহযোগিতায় এলাকার জনসাধারনের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে গঠিত মেডিকেল ক্যাম্পে রোগী দেখছেন ডাঃ বেল্লাল হোসেন জুয়েল এম.বি.বি.এস রাজশাহী পিজিটি (মেডিসিন) এমসিজিপি (ঢাকা), সিএম ইউ (আল্টা) সাবেক মেডিকেল অফিসার পদ্মা জেনারেল হাসপাতাল ঢাকা। ও ডঃ সুমাইয়া মিম এম.বি.বি.এস (বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল) এম.সি.জিপি (ঢাকা),সি.এম.ইউ (আল্ট্রা) গাইনি প্রসূতি মা ও শিশু এবং মহিলাদের চর্ম ও যৌন রোগের ওপর উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত।
এই মেডিকেল ক্যাম্পে গরিব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ক্যাম্পে প্রতি সপ্তাহেী সোমবার ও শনিবার রোগী দেখেন সংসদীয় আসনের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। সেই সাথে দুস্থ ও গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ দেওয়া হয়।
এ বিষয়ে টেলিফোনে মাওলানা শামীম আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পাথরঘাটা-বামনা বাসী সহ বরগুনা জেলার জনগনের জন্য তার পরিকল্পনার কথা। জানতে চাইলে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সাথে দেশে ফিরবেন। দেশে আসার সাথে সাথে তিনি বরগুনা বাসীর বিদ্যুৎ সেবা নিশ্চিত করনে এবং জেলেদের বরফ কিনতে হবেনা বলে জানান। এছাড়াও তিনি বরগুনা বাসীর সার্বিক কল্যানে প্রয়োজনীয় সব করবেন বলে উল্লেখ করেন।