মোঃ মেহেদী হাসান (বগুড়া)॥ বগুড়ার শিবগঞ্জে নাশকতা মূলক সন্ত্রাসী কর্মকান্ড সংগঠন করার উদ্দেশ্যে গোপন বৈঠকে পুলিশের হানা, ৫টি লোহার রড, ৫টি ককটেল, সংগঠনের বই সহ ৯ জামায়াত নেতাকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শনিবার সকালে শিবগঞ্জ থানা পুলিশের আয়োজিত এক সংবাদ সম্মেলনে থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম লিখিত বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, গত ৩ ফেব্রয়ারি সন্ধ্যা অনুমান ৬.৩০ টায় উপজেলার রায়নগর ইউনিয়নের করতোলা গ্রামে মৃত: জামাত নেতা আঃ খালেক এর বসত বাড়িতে বেশ কয়েক জন জামায়াত নেতা সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার লক্ষ্যে গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার ( শিবগঞ্জ সার্কেল) তানভীর হাসান এর দিক নিদের্শনায় শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছিলে জামায়াত নেতারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ৫টি লোহার রড, ৫টি ককটেল, সংগঠনের বই জব্দ করে ও ৯ জামায়াত নেতা আটক করে। আটকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার রামপুর ভালুঞ্জা গ্রামের মৃত: ছাদেক উদ্দিন এর ছেলে আছার উদ্দীন (৪৪), শব্দলদিঘী গ্রামে আঃ খালেক এর ছেলে আঃ হালিম, গেদারপাড়া গ্রামের মৃত: ইয়ার আলী এর ছেলে মমতাজ উদ্দিন (৬৭) , মাসিমপুর চালুঞ্জা গ্রামের লোকমান এর ছেলে আলাল উদ্দিন (৫৩), দাইমুল্লাহ গ্রামের মাহাতাব আলীর ছেলে মোশারফ হোসেন (৪৫), গনেশপুর গ্রামের মৃত: আঃ লতিফ এর ছেলে তোফাজ্জল হোসেন (৫৯), জগন্নাথপুর গ্রামের মৃত: জিন্নাতুল্লাহ এর ছেলে সুলতান মাহমুদ (৫৩), মহাস্থানগড় পূর্বপাড়া গ্রামের মৃত: মজিবর রহমান এর ছেলে শাহ আলম (৫৫),চক দেউলী গ্রামের ওসমান আলী মন্ডল এর ছেলে বেলাল উদ্দিন (৫৮)।
লিখিত বক্তব্যে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম লিখিত বক্তব্যে আরও বলেন, জামায়াত নেতারা সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা, জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি, নাশকতা মূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে গোপন বৈঠক করেছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা নেওয়া হয়েছে। পলাতকদের আসামীদের আটকে পুলিশ তৎপর রয়েছে।