এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ॥ নওগাঁর বদলগাছী উপজেলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আব্দুল মান্নান(৫৫) নামের এক বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মান্নান(৫৫) বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউপির তাজপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে।
থানাও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, গতকাল সোমবার ১৬ই জানুয়ারি রাত্রী আনুঃ ১০টায় আব্দুল মান্নান (৫৫) সকলের অগোচরে নিজ ঘরে থাকা বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। এবং গোংড়ানোর আওয়াজ করলে আওয়াজ শুনে আব্দুল মান্নানের স্ত্রী মোছাঃ রেহেনাসহ আশে পাশের লোকজন আব্দুল মান্নান (৫৫)কে সাথে সাথে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের করলে রাত আনুঃ ১২টা ৩০মিনিটে বাড়ির খলিয়ানে মারা যান বলে এলাকা বাসী সুএে জানা গেছে।
খবর পেয়ে দুপুরে থানা পুলিশের এস আই আব্দুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন, এবং কিছুক্ষণ পরে বদলগাছী থানার ওসি ইনচার্জ আতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।