তানভীর রশীদ তূর্য , ডোমার (নীলফামারী): “মহান বিজয় দিবস ২০২৪ইং উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের রনাঙ্গনে যুদ্ধাহত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন সহ নীলফামারীর ডোমারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ই ডিসেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ।
সংবর্ধনা অনুষ্ঠানে এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শমশের আলী, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম মধু, পরিসংখ্যান অফিসের আবদুল বারী, পৌর কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা,তাদের পরিবারের সন্তান ও প্রজন্ম,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে দেশমাতৃকার টানে বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান বক্তারা।