পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদা মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর নবাগত ছাত্রীদের নবীন বরণ, বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারী) কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব এবং গর্ভনিং বডির সভাপতি আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বোদা মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও বোদা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মহব্বত প্রমুখ।
এর আগে বোদা মহিলা মহাবিদ্যালয়ের প্রধান ফটকের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব এবং গর্ভনিং বডির সভাপতি আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ।