মোঃ আবদুল আলিম, পটুয়াখালী॥ আজ ০৫/০২/২০২৩ তারিখ রোজ রবিবার সকাল ১১ঘটিকায় জেলা প্রেস ক্লাব পটুয়াখালী এর হল রুমে ২০২৩ -২০২৪ অর্থ বছরের জন্য “জেলা প্রেস ক্লাব, পটুয়াখালী ” এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ক্লাবের সকল সদস্যদের সম্মতিক্রমে সভাপতি পদে “দৈনিক সমাচার”এর পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ মশিউর রহমান ও “দৈনিক সময়ের কন্ঠ” এর জেলা প্রতিনিধি মোঃ এ জেড এম উজ্জালকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে “দৈনিক প্রতিদিনের কাগজ”এর উপকূল প্রতিনিধি মোঃশহিদুল আলমকে, ও সহ-সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে “দৈনিক দেশ বার্তা” এর জেলা প্রতিনিধি মোঃ রাশিদ উদ্দীনকে।
এছাড়াও ” দৈনিক জনবানী” পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রিয়াজুর রহমানকে সহ – সম্পাদক,” দৈনিক সরেজমিন ” এর স্টাফ রিপোর্টার শাকুর মাহমুদকে সহ সম্পাদক, “দৈনিক বাংলাদেশ সমাচার ” বরিশাল বিভাগিয় বিশেষ প্রতিনিধি মোঃ আবদুল আলিমকে সাংগঠনিক সম্পাদক” দৈনিক তরুণ কন্ঠ”এর জেলা প্রতিনিধি মোঃ জামাল আকনকে অর্থ বিষয়ক সম্পাদক, “দৈনিক চিত্র”এর জেলা প্রতিনিধি মোঃনেছার উদ্দীনকে দপ্তর সম্পাদক, ” দৈনিক স্বদেশ বিচিত্রা” এর জেলা প্রতিনিধি মোঃ পারভেজ মাহমুদকে প্রচার সম্পাদক ,” দৈনিক দেশ বার্তা ” এর প্রতিনিধি মোঃ ছোহরাব হোসেনকে সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও আইন বিষয় সম্পাদক পদে মোঃ আঃ রহিমকে দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া কার্য নির্বাহী সদস্য হিসাবে মোঃ সরোয়ার হোসেন শানু , মোঃ সাজ্জাদ হোসেন মাসুদ, ইমন আল আহসান, মোঃ সাইদুর রহমান, সঞ্জীব দাস ও বেলাল হোসেন প্রমূখকে নির্বাচিত করা হয়।