বাংলাদেশ সকাল
শনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

মসিক মেয়র টিটু’র উদ্যোগে প্রায় ২৫০০ নাগরিক পাচ্ছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ

 

এনামুল হক ছোটন : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নেতৃত্বে পরিচালিত মসিকের নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রায় ২৫০০ নাগরিক বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছেন। অন্যরাও খুব স্বল্প মূল্যে পাচ্ছেন গুণগত স্বাস্থ্য সেবা।

সরকারের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় ২০২২ এর সেপ্টেম্বর থেকে বাগমারাতে একটি নগর মাতৃসদন ও খাগডহর, শম্ভুগঞ্জ এবং জামতলায় মোট তিনটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এসব কেন্দ্র থেকে নামমাত্র খরচে প্রতিদিন কয়েকশত নাগরিক স্বাস্থ্যসেবা নিচ্ছেন।

এসব স্বাস্থ্য কেন্দ্র থেকে মানুষ বিনামূল্যে বা স্বল্পমূল্যে ডেলিভারি অপারেশন, বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা, ডাক্তারের পরামর্শও ইত্যাদি পাচ্ছেন নাগরিকরা। ব্রাহ্মপল্লীর নগর মাতৃসদন থেকে এ পর্যন্ত প্রায় ২ শত প্রসূতিকে মায়ের ডেলিভারি অপারেশন করা হয়েছে। এ মাতৃসদন থেকে নরমাল ডেলিভারিতে উৎসাহিত করতেও উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রসমূহ দূরবর্তী প্রান্তিক অঞ্চলে স্থাপিত হওয়ায় যেকোন প্রয়োজনে নাগরিকদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসার প্রয়োজনীয়তাও কমে গেছে, এতে নাগরিকরা নিজ এলাকা থেকেই প্রাথমিক স্বাস্থ্যসেবাসমূহ পাচ্ছেন। এছাড়াও বাগমারা এলাকায় একটি ৬ তলা নগর মাতৃসদন নির্মাণের কাজও এগিয়ে চলছে দ্রুত গতিতে। নতুন এ ভবনে নগর মাতৃসদন স্থানান্তর করা হলে সেবার মান ও পরিসর আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

তাছাড়া মেয়র টিটুর নেতৃত্বে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, কৃমি নিয়ন্ত্রণ, ইপিআই কার্যক্রমেও লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করছে মসিক। সর্বশেষ ক্যাম্পেইনে ৬৬ হাজার ৭৮৬ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানোর লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৭ হাজার ১৭৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল, ১ লক্ষ ১৪ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট সেবনের বিপরীতে ১ লক্ষ ১৫ হাজার কৃমিনাশক ট্যাবলেট সেবন করিয়েছে মসিক। এছাড়াও এ বছর ৯ হাজার ২৫২ জন শিশুকে ইপিআই টিকা প্রদান লক্ষ্যমাত্রার বিপরীতে ৯ হাজার ৩০৩ জন শিশুকে ইপিআই টিকা প্রদান করা হয়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার বিস্তার রোধেও গুরুত্বের সাথে কাজ করতে দেখা গেছে মসিককে। নিয়মিত মশক নিধন কার্যক্রম, নিয়মিত বিরতিতে ক্রাশ প্রোগ্রাম পরিচালনা, সচেতনতা ক্যাম্পইন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কারণে সিটি এলাকায় স্থানীয়ভাবে এডিস মশার সংক্রমণে কোন ডেঙ্গু রোগী পাওয়া যায়নি। নাগরিকদের পুষ্টি পরিস্থিতি এবং সচেতনতার মাধ্যমে এর মান বৃদ্ধিতেও এখন কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

২০২০ সালের মার্চে দেশে করোনা সংক্রমণ দেখা দিলে এর বিস্তার রোধ, মানবিক সহায়তা বিতরণ এবং সরকার নির্ধারিত বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সময়োপযোগী সিদ্ধান্ত সারাদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বিশেষতঃ করোনা সংশ্লিষ্ট প্রতিটি কাজে সশরীরে উপস্থিতি থেকে করোনা নিয়ন্ত্রণ, সচেতনতা তৈরি, মানবিক সহায়তা বিতরণ এবং কোভিড ১৯ এর সর্বাধিক টিকাদান নিশ্চিতে তিনি বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ নিয়েছেন।

কোভিডকালীন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় ০৯ লক্ষাধিক মাস্ক, ৭৫ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৪ হাজার ৫০০ পিপিই বিতরণ করা হয়েছে। সরকার থেকে পাওয়া বরাদ্দ এবং সিটি কর্পোরেশনের অর্থায়নে ১৩২৭ টন চাল, ৭৫ লক্ষ টাকার বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়। মসিক মেয়র তার নিজের উদ্যোগেও এক লক্ষাধিক প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

আবার ২০২১ সালের ফেব্রুয়ারিতে কোভিড ১৯ টিকাদান কার্যক্রম শুরু হলে কোভিড ১৯ রেজিস্ট্রেশন সহায়তা কেন্দ্র স্থাপন, সচেতনতা কার্যক্রম এবং বিভিন্ন শ্রেণী-পেশা ভিত্তিক টিকা কার্যক্রম পরিচালনার ফলে টিকাদানে সফলতা দেখিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের টিকা পাওয়ার যোগ্য জনসংখ্যার প্রায় ৯৫ ভাগ মানুষকে ২ ডোজ কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে।

মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মহামারি করোনা। এ সময় স্বাস্থ্যগত, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক যে সংকট তৈরি হয়েছিলো তা নজিরবিহীন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল নির্দেশনা তার বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করেছি আমরা। নাগরিকদের সুস্থতা, নিরাপত্তা সহ সার্বিক জীবনমানের উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি। তবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়নসহ সার্বিক যে অগ্রগতি হয়েছে করোনা মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ না থাকলে এর থেকে আরও বেশী উন্নয়ন করা সম্ভব হতো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে মাসিক আইনশৃংখলা কমিটির সভা 

বদলগাছীতে শৈত প্রবাহের কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

পঞ্চগড়ে জমি ক্রয় করে প্রতারিত আমির, খোয়ালেন ২০ লাখ টাকা; আদালতে মামলা

গংগাচড়ায় মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

ডাসারে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা 

ডিমলায় নির্বাচনে জমে উঠেছে সম্ভ্রাব্য প্রার্থীদের ভোট প্রার্থনা 

তাহিরপুরে ৬ষ্ঠ ডিজিটাল বাংলাদেশ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে

সরাইল উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড ও নাজির এর বিরুদ্ধে মামলার নথি গায়েব করার অভিযোগ

ডুমুরিয়ায় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভা অনুষ্ঠিত

মনিরামপুরের মাধ্যমিক শিক্ষা অফিসারের দুর্নীতি; যশোরে বিলাসবহুল বাড়ি