রতন দে,মাদারীপুর প্রতিনিধি॥ ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়। ওই দিন হতেই জাতীয় দিবস হিসেবে বাংলাদেশ যথাযথ মর্যাদায় উদযাপিত করা হয়।
সরকারি প্রতিষ্ঠান সহ সকল বিভিন্ন প্রতিষ্ঠানে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তলনের মধ্যে দিয়ে এ দিবসে কার্যক্রম সুচনা শুরু হলেও ব্যতিক্রম দেখা গেছে,মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদকে।
সরেজমিনে দুপুরে গিয়ে দেখা যায় নবগ্রাম ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তলন করা হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, মাঝে মধ্যেই নবগ্রাম ইউনিয়ন পরিষদ, সরকার ঘোষিত কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করেন না।
আজ ২৬ মার্চ মহা স্বাধীনতা ও জাতীয় দিবসেও জাতীয় পতাকা উত্তলন করেননি। আমরা প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেয়া দাবি করছি।
এ ব্যপারে নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, নবগ্রাম ইউনিয়ন পরিষদ যুব সমাজ দখল করেছে,ওই পরিষদ নিয়ে কোর্টে মামলা চলে এবং পরিষদটি পরিত্যক্ত করা হয়েছে।
শশিকর যে ইউনিয়ন পরিষদ আছে, ওখানেই সমস্ত কার্যক্রম চলে।