রতন দে, মাদারীপুর প্রতিনিধি।। মাদারীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মীর মামুন অর রশিদ,
গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ২০২২ ইং তারিখ সকালে জেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং সভার সিদ্ধান্ত মোতাবেক প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
জানা যায় মাদারীপুর জেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে গত (১৭ই অক্টোবর)২০২২ ইং তারিখে অনুষ্ঠিত হয় এবং মাদারীপুর জেলা পরিষদের ৩ নং ওয়ার্ড (ডাসার) উপজেলা থেকে বিপুল ভোটে নির্বাচিত হন। মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মীর মামুন অর রশিদ,
শপথ গ্রহণের শেষে গত মঙ্গলবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মনির চৌধুরীর সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়। এবং সকল সদস্যদের সম্মতিক্রমে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয় নবগঠিত ডাসার উপজেলা ৩ নং ওয়ার্ডের জেলা পরিষদের সদস্য মীর মামুন অর রশিদ কে
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য রোকসানা পারভিন (আয়েশা) সিদ্দিকা। মহিউদ্দিন খান, রফিকুল ইসলাম ও মোঃ ইলিয়াস হোসেন, পরে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।