![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মো: তানজিজুল হাকিম তানিন : যশোর সিটি হোটেল আবাসিকে ছিনতাই ঘটনায় ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকাজে ব্যবহৃত চাকু ও ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে যশোর জেলা ডিবি পুলিশ।
যশোর জেলা ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যা রাত অনুমান ১৯.৩৫ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন হাটখোলা রোডে সিটি হোটেল আবাসিক এর ৬ষ্ঠ তলার ৬০৩ নম্বর রুমে জনৈক মুন্নাফ, পিতা- আব্দুর রাজ্জাক, সাং- সাহাপুর, থানা-গুরুদাসপুর, জেলা-নাটের কে অজ্ঞাতনামা ২ দুস্কৃতকারী চাকু দ্বারা খুন জখমের ভয় দেখাইয়া ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে।
বিষয়টি তদন্ত করেন যশোর জেলার চৌকস ডিবি অফিসার এসআই মফিজুল ইসলাম, পিপিএম। তার নেতৃত্বে একটি চৌকশ টিম তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ পযালোচনা করে সনাক্ত পূর্বক অদ্য ২৮ ফেব্রুয়ারী ভোর রাত সিটি কলেজ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার করে ছিনতাই করা ১টি মোবাইল ফোন, ছিনতাইকাজে ব্যবহৃত ২টি চাকু উদ্ধার করে। পরে তার স্বীকারোক্তি মতে ২৮ ফেব্রুয়ারী বিকাল ১৬.৩০ ঘটিকার সময় মনিহার মোড়ে অভিযান পরিচালনা করে চক্রের আরেক সদস্যকে গ্রেফতার করে তার হেফাজত থেকে ল্যাপটপ ও আরেকটি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করেন। এই ঘটনায় ভিকটিম মুন্নাফ বাদী হয়ে এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-১০৫ তাং-২৮/০২/২০২৪ রুজু হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিন ভিকটিম মুন্নাফ বাঘারপাড়া থেকে সন্ধ্যা রাত ১৯.০০ ঘটিকার সময় মনিহার আসে। সে সময় ছিনতাইকারী ২ জন তাকে অনুসরণ করে তার সাথে ইজিবাইকযোগে সিটিপ্লাজার সামনে নামে। ভিকটিম যখন হোটেলে ঢুকার সাথে তারাও হোটেলে প্রবেশ করে এবং ছিনতাই সংঘটন করে।
ছিনতাই এর সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত আসামীরা হলেন- ১। মোঃ শুকুর আলী (৩৬), পিতা- মোঃ আঃ বারেক, মাতা- সেলিনা খাতুন, সাং-সিটি কলেজপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর ২। রকিবুল ইসলাম @ রকি @ হৃদয় (২৬), পিতা- হাবিবুর রহমান, মাতা- নাছিমা বেগম, সাং-আবাদ কচুয়া, জামরুল তলা, থানা-কোতয়ালী, জেলা-যশোর।