মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি॥ খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে চট্রগ্রাম জেলার ভুজপুর,জোরারগন্জ,হেঁয়াকো থেকে ভারতীয় মদ জব্দ করা হয়। ১১ই ডিসেম্বর ২০২২ শনিবার রাত ০৭.৪০ ঘটিকার গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবির নলুয়া বিওপির টহল দল কর্তৃক মালিকবিহীন ভারতীয় মদ ৩৫ বোতল, ০৮.৩০ঘটিকায় কয়লারমুখ বিওপি টহলদল কর্তৃক ২৮ বোতল ও ১১.০০ ঘটিকায় হেঁয়াকো বিওপি টহলদল কর্তৃক ৪০ বোতল সহ সর্বমোট–১০৩ বোতল মদ জব্দ করা হয়।বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত মদ ভুজপুর ও জোরারগন্জ থানায় জিডি এন্ট্রি করা হয় এবং পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।
রামগড় ৪৩ বিজিবির জোন কমন্ডার লে.কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান, পিএসসি জানান সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।