মাহবুব খান: নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের নবগঠিত কর্য্যকরী কমিটির সাথে ফুলের শুভেচ্ছা ও মত বিনিময় করেন শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে প্রেসক্লাব কর্যালয়ে এই ফুলের শুভেচ্ছা ও মত বিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবদুর রব শেখ মানিক, সহ-সভাপতি কাজী মোঃ এনামুল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব খান, ক্রীড়া সম্পাদক শেখ মো: ইলিয়াছ হায়দার, প্রচার সম্পাদক মোঃ ডালিম খান, দপ্তর সম্পাদক মোঃ রাসেল মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আতাবুর রহমান সানি, নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান তাপসী রাবেয়া প্রেস ক্লাবের নতুন কমিটিকে আন্তরিক অভিন্দন জানান।তিনি সকল সাংবাদিকদের প্রতি সমাজের অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করার আহবান জানান।তিনি বলেন প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।