কলকাতা থেকে মনোয়ার ইমাম॥ আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চলের ঘোলা নওয়া পাড়ায় একটি উম্মুক্ত মাঠে পায়রা উড়ান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে মোট ৫০টি, পায়রা প্রেমিক তাদের প্রশিক্ষণ প্রাপ্ত পায়রা নিয়ে হাজির হয়। অনুষ্ঠানে প্রথম প্রাইজ হিসাবে রাখা হয়েছে ট্রফি প্রদান সহ ১৬০০০ হাজার টাকা পুরস্কার প্রদান এবং দ্বিতীয় প্রাইজ ট্রফি প্রদান সহ ১১০০০ হাজার টাকা এবং তৃতীয় প্রাইজ সহ আর্থিক সহায়তা।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আজাদ সাইফুল আনসার আলী খান সহ ঘোলা নওয়াপাড়া প্রিজন ক্লাবের সদস্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন যায়গায় থেকে আগত পায়রা উড়ান প্রতিযোগিতা র প্রেমিকরা। সকলকেই অভিনন্দন জানান এই ক্লাবের সহ সভাপতি আনসার আলী খান।