মো.আকতার হোসেন,খাগড়াছড়ি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় যুবদলের আয়োজনে শেখ হাসিনা’র বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫টায় উপজেলা যুবদলের ব্যানারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। দলীয় অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার-মহামুনি-আমতলা-গচ্ছাবিল গিয়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা যুবদলের আহবায়ক মো. মোশাররফ হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাস্টার নূরুজ্জামান, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মো. মহী উদ্দীন কিশোর, উপজেলা ছাত্রদল সভাপতি মো. শাহীনুর রহমান প্রমূখ।
এ সময় বক্তারা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি আখ্যায়িত করে তাঁর বিচার দাবী করেন।