কাকন সরকার, শেরপুর : শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ হযরত আলীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এডিটিং করা অপপ্রচারের প্রতিবাদে পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর রোববার সকাল ১১টায় শেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের ছাত্রজনতা ও বিএনপি সমর্থকদের আয়োজনে ঢাকলহাটি পুরাতন জামে মসজিদের সামনে এই পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন স্থানীয় মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের কন্যা জান্নাতুল ফেরদৌস, ভাষাসৈনিক হবিবুর রহমানের ছেলে সোহানুর রহমান লিখন, কামরুল ইসলাম, বাদশা মিয়া, সোহেল, রফিক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জেলা বিএনপির আহ্বায়ক ও সমাজসেবক মোঃ হযরত আলী সম্প্রতি শেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমির গাছ কাটা বন্ধ করার কারণে গাছ কাটার পক্ষের লোকজন উদ্বিগ্ন হয়েছে। এরই জের ধরে সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত আলীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও এডিটিং করা বিভিন্ন ভিডিও ও অডিও পোস্ট করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য দাবি জানাই।