কাকন সরকার শেরপুর :
‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ’’- প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুর জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এই মাদকবিরোধী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপভোগ করেন শেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপভোগ করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
খেলা শেষে সম্মানিত জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় রানার্স-আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রফি প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলার সহকারী পরিচালক জনাব শাকিল আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া-সহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, কোচ-খেলোয়াড় ও পরিচালকগণ উপস্থিত ছিলেন।