বাংলাদেশ সকাল
সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

সংবাদ প্রকাশের পর দেবহাটা সখিপুরের আবাসিক এলাকার সেই কারখানায় এসিল্যান্ডের অভিযান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৪ ৮:১০ অপরাহ্ণ

 

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সখিপুরে জনবসতি এলাকার সেই কারখানায় অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ শরীফ নেওয়াজ। সোমবার (১৮ নভেম্বর) উপজেলার উত্তর সখিপুর গ্রামের মুনসুর আলী বিশ্বাসের আবাসিক এলাকায় নির্মানকৃত সৌখিন ফার্নিচার ও ডিজিটাল নকশা ঘর নামক কারখানা এ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে স্থানীয়দের পক্ষ থেকে কয়েক দফায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর এলাকাবাসী লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু বিষয়টি নিয়ে দীর্ঘদিনেও প্রতিকার মেলেনি। সাম্প্রতিক আবাসিক এলাকায় নির্মাণকৃত ওই কারখানার মেশিনের শব্দ আর ধূলাবালিতে অতিষ্ট হয়ে পড়ে এলাকাবাসী। দিনে রাতে বিকট শব্দ ঘুম হারাম হয়ে যাওয়া পাশাপাশি কারখানার ধুলা ময়লাতে ভরে যাচ্ছিল বাসতবাড়ি। বিষয়টি নিয়ে গত ১৭ নভেম্বর বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর সেখানে অভিযান পরিচালনা সিদ্ধান্ত নেন প্রশাসন। তারই প্রেক্ষিতে সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ শরীফ নেওয়াজ ওই এলাকায় যেয়ে স্থানীয়দের সমস্যার কথা শোনেন। একই সাথে অভিযুক্ত সৌখিন ফার্নিচার ও ডিজিটাল নকশা ঘরের পরিচালকের নিকট এলাকাবাসীর অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করেন।

পরে স্থানীয় জনসাধারণের কথা বিবেচনা করে তিনি ওই স্থান থেকে কারখানা সরিয়ে নেওয়া ও বিকল্প উপায় বের করার জন্য নির্দেশ দিলে কারখানা কর্তৃপক্ষ দেড় মাসের সময় প্রার্থনা করেন। এসময় কারখানার মালিককে শব্দ ও পরিবেশ দূর্ষন রোধে জরুরী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ওই কর্মকর্তা। তবে অভিযোগ রয়েছে, ইতোপূর্বে ওই কারখানা মালিক উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে ১ মাসের সময় চেয়ে নিলেও দীর্ঘ আট মাসেও কোন পরিবর্তন আনেননি।

উল্লেখ্য যে, জনবসতি এলাকায় তীব্র চলমান শব্দের ফলে শিশুদের পড়ালেখা, ঘুম, শ্রবণ শক্তি, মানসিক ও শারিরীক স্বাস্থ্যের ব্যাপক ভাবে অবনতি ঘটছে। বর্তমানে আশেপাশের পরিবার গুলোর কয়েকজন শ্বাসকষ্ট, মাথা ব্যথা ও কানের অসুখে ভুগছেন।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ শরীফ নেওয়াজ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক জনসাধারণের বসবাসের সৃষ্টিকারী সৌখিন ফার্নিচার ও ডিজিটাল নকশা ঘর নামক কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে গিয়ে স্থানীয়দের দেওয়া অভিযোগের বিষয়ে সত্যতা মেলে। পরে কারখানা মালিক আগামী ডিসেম্বর মাসের মধ্যে শব্দ ও পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলে অঙ্গিকার করায় তাকে প্রাথমিক ভাবে সুযোগ দেওয়া হয়েছে।

এদিকে, অভিযান কালে উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুব দলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা জামায়াতের ইউনিট সদস্য জিয়ারউর রহমান জিয়া, বায়তুলমাল সম্পাদক সোলাইমান হোসেন, স্থানীয় ইউপি সদস্য মোখলেছুর রহমান মোখলেস, সাজু পারভীন সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

৩০শে মে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পটুয়াখালী পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

জগন্নাথপুরে প্রধান শিক্ষক আব্দুস সামাদ ও ইউপি চেয়ারম্যান ছদরুল এর পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

গাজীপুরে মিলেনি গুম হওয়া ঢালাইয়ের নিচে নারীর মরদেহ

রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের শেষ শ্রদ্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মোসলেম উদ্দিন আহমেদ

ভারতের ছত্রিশগড়ে সিআরপিএফ এর সাথে লড়াইয় ১১ মাওবাদী জঙ্গি নিহত

রাণীশংকৈলে ভাটাগুলোতে ইট পোড়ানো প্রস্তুতি সম্পন্ন হলেও আগুন জ্বালানো অনিশ্চিত

ঈদকে সামনে রেখে ঈদগড়-ঈদগাঁও সড়কে পুলিশী টহল জোরদার দাবী

রাজনীতির কবি বঙ্গবন্ধু !

গোপালপুর আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ৪

মাটি ভরাট না করেই শ্রমিকের মজুরি উত্তোলন, অভিযোগ জয়কলস ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে