স্টাফ রিপোর্টার॥ পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও করিমন (ষ্টিয়ারিং) গাড়ির মুখোমুখি সংঘর্ষে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টায় ঈশ্বরদী স্টেডিয়াম রোডের পাকশী দিয়াড় বাঘইল সায়েনউদ্দিন মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক তৌশিকুর রহমান (৩৫) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান দ্যা সিভিল ইঞ্জিনিয়ার্স কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, নিহত তৌশিকুর ঢাকা মিরপুরের গোলাম রসুলের ছেলে এবং তিনি ঈশ্বরদীর আলোবাগে ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী ইমরান ও আরিফ জানান, সকালে ঈশ্বরদী থেকে মোটরসাইকেল যোগে বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজে যোগাদান করতে যাওয়ার পথে সায়েনউদ্দিন মোড়ে করিমন (ষ্টিয়ারিং)’র সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, ঘাতক করিমন গাড়িটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।