মোহাম্মদ মাসুদ॥ চট্টগ্রাম মহানগীর ইপিজেড থানাধীন রেলবিট সাইক্লোন (ভুল)সেন্টারের অপর পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে চাঞ্চল্যকর শিশু অপহরণ মামলার ঘটনায় জড়িত ইপিজেড থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে অপহৃত ৩বছর বয়সের শিশু হৃদয়কে উদ্ধার এবং অপহরণ চক্রের ৬সক্রিয় সদস্যদের গ্রেফতার।
৮ ফেব্রুয়ারি বুধবার,পতেঙ্গা থানা এলাকা হইতে তদন্তে প্রকাশিত আসামী ১। সুমী শীল প্রশ্ন সুমী সরকার (৪৫),২।মোছাম্মৎ লাকী বেগম প্রঃ লাকী আক্তার প্রঃ লাকী (৩৭), ৩।মোঃ আকিব (১৯)দের গ্রেফতার করে।
সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) এবং অফিসার ইনচার্জ,ইপিজেড থানা,সিএমপি দ্বয়ের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই (নিঃ)/রানা প্রতাপ বণিক সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল এলাকা পরিদর্শন সহ আশ পাশের দোকানের থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও তদন্ত ও অভিযানে আসামিদের আটক করে।
আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামী ১।সুমী শীল প্রশ্ন সুমী সরকার (৪৫),২।মোছাম্মৎ লাকী বেগম প্রঃ লাকী আক্তার প্রঃ লাকী (৩৭), ৩।মোঃ আকিব (১৯)গন পরস্পর একত্রে ঘটনার তারিখ ও সময়ে ভিকটিম হৃদয় (০৩) কে চুরি করার বিষয়টি স্বীকার করতঃ তাহারা উক্ত শিশু’কে তদন্তে প্রকাশিত আসামী বেলাল হোসেন (৪০) এর নিকট বিক্রয় করিয়া দিয়াছে এবং বর্তমানে শিশু ফেনী জেলার দাগনভূঁইয়া থানাধীন আসামী বেলাল হোসেন (৪০) এর হেফাজতে আছে বলিয়া জানায়। তদন্তে প্রকাশিত আসামী ১। সুমী শীল প্রশ্ন সুমী সরকার (৪৫),২।মোছাম্মৎ লাকী বেগম প্রঃ লাকী আক্তার এ লাকী (৩৭), ৩। মোঃ আকিব (১৯)’দের দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ সঙ্গীয় ফোর্স, ধৃত আসামীগন এবং বাদী ও তাহার স্ত্রীকে নিয়ে ফেনী জেলার দাগনভূইয়া থানা এলাকার উদ্দেশ্যে রওয়ানা হন। পরবর্তীতে দাগনভূইয়া থানা পুলিশের সহায়তায় তদন্তে প্রকাশিত আসামী ১।সুমী শীল প্রঃ সুমী সরকার (৪৫), ২। মোছাম্মৎ লাকী বেগম প্রঃ লাকী আক্তার প্রা লাকী (৩৭), ৩।মোঃ আকিব (১৯) দের সনাক্ত মতে তদন্তে প্রকাশিত আসামী বেলাল হোসেন’কে তাহার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন
গত ২৫/০১/২০১৩ ইং দুপুর ১টায় ইপিজেড থানাধীন রেলবিট সাইক্লোন (ভুল) সেন্টারের অপর পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে তদন্তে প্রকাশিত আসামী ১। সুমী শীল প্রঃ সুমী সরকার (৪৫),২।মোছাম্মৎ লাকী বেগম প্রঃ লাকী আক্তার এ লাকী (৩৭),৩।মোঃ আকিব (১৯) গন পরস্পর যোগসাজসে শিশু হৃদয় (৩) কে অপহরণ করিয়া নিয়া যায়। উক্ত ঘটনায় অপহৃত শিশুর পিতা রবিউল আউয়াল (২৮) থানায় এজাহার করে।
উক্ত ঘটনায় প্রকাশিত আসামী ১।সুমী শীল প্রঃ সুমী সরকার (৪৫), ২।মোছাম্মৎ লাকী বেগম প্রঃ লাকী আক্তার প্রঃ লাকী (৩৭), ৩।মোঃ আকিব (১৯)দের সনাক্ত করেন।পরবর্তীতে সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) সিএমপি এবং অফিসার ইনচার্জ,ইপিজেড থানা,সিএমপি দ্বয়ের নেতৃত্বে এস,আই(নিঃ)/রানা প্রতাপ বণিক তথ্য প্রযুক্তি ও নিয়োজিত সোর্সের দেওয়া তথ্য মতে এবং আসামীকে অপহৃত শিশুর এর ব্যাপারে জিজ্ঞাসাবাদে জানায় যে, অপহৃত হৃদয়’কে উপরে তদন্তে প্রকাশিত আসামী হাবিবুর রহমান মজুমদার (৩০) এর নিকট রহিয়াছে বলিয়া জানায়।
উক্ত তথ্য প্রাপ্ত হইয়া অভিযান পরিচালনা করিয়া তদন্তে প্রকাশিত আসামী হাবিবুর রহমান মজুমদার (৩০)কে তাহার তাহার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন। উক্ত আসামী হাবিবুর রহমান মজুমদার (৩০)কে অপহৃত হৃদয় (০৩)এর ব্যাপারে জিজ্ঞাসাবাদে জানায় যে, তিনি ভিকটিম হৃদয় (০৩)’কে বর্ণিত ৬ নং আসামী রোজিনা আক্তার (৩২) এর নিকট দিয়াছেন বলিয়া জানায়। পরবর্তীতে তদন্তে প্রকাশিত আসামী রোজিনা আক্তার (৩২)’কে তাহার নিজ বাড়ী হইতে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হইতে অপহৃতা হৃদয় (০৩)’কে উদ্ধার করেন। উক্ত আসামীরা একটি সংঘবদ্ধ অপহরনকারী চক্রের সক্রিয় সদস্য। তাহাদের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।