শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ : সুনামগঞ্জ শিল্প-পণ্য বানিজ্য মেলা ২০২৫ এর অবকাঠামো কাজের উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ই ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ বেনারসী মসলিন এন্ড জামদানী সোসাইটির আয়োজনে শহরের ষোলঘরস্থ ক্রিকেট স্টেডিয়ামে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় বাণিজ্য মেলা অবকাঠামো কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)সনজিৎ কুমার চন্দ,সদর মডেল থানার ওসি তদন্ত মনিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজা, সদস্য সচিব মেহেদী হাসান সাকিব, বাংলাদেশ বেনারশী মুসলিম এন্ড জামদানী সোসাইটির সভাপতি এমএ এ মহিন খান বাবলু প্রমূখ।
এছাড়াও গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি রওনক আহমদ বখত,জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি,মোহনা টেলিভিশন ও দৈনিক রূপালী বাংলদেশের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,আল হেলাল, জসিম উদ্দিন,সাংরাদিক ফোরামের সাধারন সম্পাদক মোঃ ফরিদ মিয়া দৈনিক সকালের সময়ের প্রতিনিধি কেএম শহীদুল,বিজয় টিভির প্রতিনিধি আলাউল রহমান, মোহাম্মদ নুর, কামাল পাশা, রাজু আহমেদ রমজান, তানভির আহমেদ, তুষার আহমেদ টিপু, শাওনসহ আরও অনেকে।
অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রেজাউল করিম বলেছেন, ২০২৫ সালের ১৫ই জানুয়ারী থেকে এই মাঠে শুরু হবে মাসব্যাপী বানিজ্য মেলা। সারাদেশের মতো সুনামগঞ্জের এই মেলাটি সরকারের রেমিটেন্স এর ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে। কেননা বর্তমানে দেশে অর্থনীতির স্তবিরতা কেটে উঠতে বাণিজ্যেমেলার গুরুত্ব অপরিসীম। তবে আজানের সময় মাইক বন্ধ রাখার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের পর্যাপ্ত সুযোগ সুবিধা রাখার অনুরোধ করেন তিনি। কিন্ত অশ্লীল কোন ধরনের কার্যক্রম পরিবচালনা না করতে নির্দেশ প্রদান করেন তিনি। এ জন্য আইন শৃংখলা বাহিনীর তদারকির পাশাপাশি সমাজের সুধীজন ও গণ্যমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা চান বাংলাদেশ বেনারসী মসলিন এন্ড জামদানী সোসাইটির আয়োজকবৃন্দরা।