মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় সেনা সদস্য ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও ১৫ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
২৮/১০/২০২৪ইং মঙ্গলবার আনুমানিক রাত ১.৩০ মিনিটের সময় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি পুর্ব পাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইকবাল মুন্সীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ইকবাল মুন্সির স্ত্রী রেখা বেগম জানান রাত ১.৩০ মিনিটের সময় ৭/৮ জনের ডাকাত দল জানালার গ্রীল ভেঙে ঘরে ডুকে ঘরের বাসিন্দাদের জিম্মি করে হাত পা ও চোখ বেধে ডাকাতেরা পনের ভরি স্বর্ন, নগদ টাকা ও কাপড় চোপড় নিয়ে রাতের আধারে পালিয়ে যায়।
অবসর প্রাপ্ত সেনা সদস্য ইকবাল মুন্সি বলেন, ঘটনার দিন বাড়িতে আমি আমার স্ত্রী ও বৃদ্ধ মা ছাড়া কেউ ছিলেন না। রাত ১.৩০ মিনিটের সময় মুখোশ পরিহিত ৪ জন লোক জানালার গ্রীল ভেঙে ঘরে ডুকে প্রথমে আমাকে পরে আমার স্ত্রী রেখা বেগমকে কাপড় দিয়ে চোখ বেধে মায়ের রুমে আটকে রেখে রামদা হাতে দুই জন পাহারায় থেকে সারা ঘরে লুটপাট করে।ডাকাতেরা চলে গেলে আমার মা আমার হাত খুলে দিলে নিজে মুখ ও চোখের বাঁধন খুলে চিৎকার চেচামেচি করলে প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করে। লুন্ঠিত স্বর্ণ ও টাকাসহ আনুমানিক বাজার মুল্য প্রায় ১৮ লক্ষ টাকা। নিজের স্ত্রী ও মেয়ের সঞ্জিত সম্পদ হারিয়ে অসহায় হয়ে গেলাম।
কাশিয়ানী থানার ওসি শফিউদ্দীন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয় হবে।