রিফাত আরেফিন : যশোরে জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করার অভিযোগে গোলাম মোস্তফা মেম্বার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের দড়াটানা মোড় এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করেন। তিনি যশোরে চৌগাছা উপজেলার কুষ্টিয়া গ্রামের মৃত আদিল উদ্দিনের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান জানান, গোলাম মোস্তফা মেম্বারসহ আওয়ামীলীগ, যুবলীগসহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা ৪ আগষ্ট বিকালে যশোর জেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর, লুটতরাজ, অগ্নিসংযোগ ও বোমার বিস্ফোরণ ঘটায়।
হামলা কারীদের মধ্যে গোলাম মোস্তফা মেম্বার ছিল বলে তদন্তকারী কর্মকর্তার কাছে প্রমান রয়েছে বলে তিনি দাবি করেন। পরে শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে।