মোঃ আশরাফুজজামান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নাতিকে ছুরির আঘাত থেকে বাঁচাতে গিয়ে নানা ফরিদ শেখ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গোয়ালগ্রাম গ্রামে।
ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে গতকাল ১৮/১১/২০২৪ইং সোমবার বিকেল ৫ টার সময় বাথানডাঙ্গা হাটে নাতিকে ধারালো ছুরি নিয়ে দৌড়ানি দিলে ছুরির আঘাত থেকে নাতীকে বাঁচাতে গিয়ে নানা মোঃ ফরিদ শেখের ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত ফরিদ শেখ ৩নং মাহমুপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ছিলেন। তার জানাজা আজ সকাল ১০ টার সময় বাথানডাঙ্গা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।