বাংলাদেশ সকাল
রবিবার , ১ জানুয়ারি ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

গুরুদাসপুরে প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে বই বিতরন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরের গুরুদাসপুর পুড়াতন বামনকোলা প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়। তবে গুরুদাসপুরের প্রাথমিকের ২৫ হাজার শিক্ষার্থী নতুন বছরে সময় মতো নতুন বই পাচ্ছেনা। বিশেষ করে কোমলমতি প্রথম ও দ্বিতীয় শ্রেনীর মোট ৯ হাজার ১৩৭ শিক্ষার্থী নতুন বইয়ের গন্ধ পেতে দেরি হচ্ছে। নানা প্রতিকূলতার কারণে সরবরাহ না থাকায় এ সমস্যা দেখা দিয়েছে। যার কারণে নতুন বইয়ের ঘ্রান পেতে দেরি হচ্ছে শিক্ষার্থীদের।

তবে নাটোর জেলা কর্মকর্তা মো. গোলাম নবী বলেন, জেলায় চাহিদার ৮ লাখের মধ্যে ২লাখ ৫০ হাজার বই ইতোমধ্যে সরবরাহ পেয়েছি। অবশিষ্ট বইগুলো শিগগিরই পেয়ে যাব। শিক্ষার্থীদের হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১২৮ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯০টি সরকারি, ৩৫টি কিন্ডারগার্ডেন, ২টি ব্র্যাক, ১টি পিডিএস ও ১টি নৌকা স্কুল রয়েছে। ২৫ হাজার শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী ১লাখ ৮৮ হাজার ৫১৮ কপি বই প্রয়োজন। এরমধ্যে পাওয়া গেছে মাত্র ৪৯ হাজার ৮২৫ কপি বই।

উপজেলার প্রাক প্রাথমিকে শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৭২১ জন, প্রথম শ্রেণীতে ৪ হাজার ৬৯৩ জন, দ্বিতীয় শ্রেণীতে ৪ হাজার ৪৪৪ জন, তৃতীয় শ্রেণীতে ৪ হাজার ৫৭৮ জন, চতুর্থ শ্রেণীতে ৪ হাজার ৫২৭ ও প ম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৯৫ জন।

উপজেলা শিক্ষা অফিসার খ ম জাহাঙ্গীর হোসেন বলেন, তৃতীয় শ্রেণীর ইংরেজি, বিজ্ঞান, ধর্ম, চতুর্থ শ্রেণীর ইংরেজি, ধর্ম, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি এবং প ম শ্রেণির ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বই সম্পূর্ণভাবে পাওয়া গেলেও বাকি বইগুলো এখনো সরবরাহ পাইনি। পাওয়া মাত্রই শিশুদের হাতে বই তুলে দেয়ার ব্যবস্থা নেওয়া হবে

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত