এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজারে নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়। এসব সম্মেলন সফল ও স্বার্থক করে তুলতেই ইউনিয়ন ভিত্তিক মত বিনিময় ও প্রস্তুতি সভায় উপজেলা কমিটির সভাপতি,সাধারণ সম্পাদকসহ অন্য নেতাকর্মীও অংশ নিচ্ছেন।
দীর্ঘকাল পর উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়ন বিএনপির সম্মেলনের তারিখ ঘোষিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে সাজ সাজ রব বিবাজ করছে। সভাপতি,সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা গ্রামীন জনপদের নেতাকর্মীদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন। সম্মেলনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে উপজেলার আওতাধীন পাড়া মহল্লার অলিগলি। উৎসবমুখর পরিবেশে তৃণমূলের নেতাকর্মীরা।
অন্যদিকে ইউনিয়ন পযার্য়ের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার- রামু-ঈদগাঁও আসনের সাবেক সাংসদ,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক জননেতা লুৎফুর রহমান কাজল।
জানা যায়, ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে ২১ জানুয়ারী ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল, ২২ জানুয়ারী ইসলামপুর,২৬ জানুয়ারী জালালাবাদ,২৯ জানুয়ারী পোক খালী ও ৩১ জানুয়ারী ইসলামাবাদ ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ওয়ার্ড বিএনপির সভাপতি শফিউল আলম আজাদ জানান- সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজলের হাতকে শক্তিশালী করতে দলের দু: সময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের স্থান দেয়ার আহবান ঊর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি।
ঈদগাঁও ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর বাঙালী জানান- নবগঠিত ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়ন কমিটির সম্মেলন তারিখ ঘোষণা করা হয়েছে। দীর্ঘ চার বছর পর আগামী ২১ জানুয়ারি বহুল প্রতিক্ষিত ইউনিয়ন সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জালালাবাদ বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মামুন সিরাজুল মজিদ ২৬ জানুয়ারী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলের কথা জানান এ প্রতিবেদককে।