বাংলাদেশ সকাল
বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

বেতাগীতে ইউপি সদস্য সুমন রায়কে কুপিয়ে জখম; আটক ২ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের ইউপি সদস্য সুমন কুমার রায়কে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় করিম ও শুভ রায় নামে দুজনকে আটক করেছে বেতাগী থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর দেরটার দিকে কুমড়াখালী বাজারে খলিলের চায়ের দোকানে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে কুমড়াখালী বাজারে খলিলের চায়ের দোকানে সুমন রায় কলা কিনতে আসে এসময় জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক করিম এর ছেলে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু ছালেহ ও কুমড়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক সুব্রত রায়ের ভাইয়ের ছেলে শুভ রায়সহ ৭/৮ জনে মিলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে সুমন রায়কে। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা আরো জানায়, বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয় সুমন রায়। এলাকায় তার জনপ্রিয়তাও ব্যাপক সেই রাজনীতি ও নির্বাচনের পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটিয়েছে। সুমন রায়ের অবস্থা বর্তমানে আশঙ্কাজন।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান জানান,ঘটনা শোনার সাথে সাথেই আমি ঘটনাস্থলে গিয়েছি এবং করিম ও শুভ রায় নামে দুজনকে আটক করা হয়েছে। এব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে যেই দলেরই লোক হোক না কেন, কোন ছাড় দেওয়া হবে না। মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ