![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আল আমিন বাবু, লালমনিরহাট জেলা॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাকিনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তাহির তাহু । তিনি সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি জানান, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের মেলবন্ধন।
চেয়ারম্যান আরো বলেন, সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি প্রতিটি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি,এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক মানুষের জীবন।
শুভানুধ্যায়ীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের সাথে সাধারণ মানুষের সুসম্পর্ক এভাবেই ধরে রেখে কাকিনা ইউনিয়নের উন্নয়নে কাজ করবো। সবাই সবার সুবিধা অসুবিধা বিবেচনা করে, আগামীদিনে যেন ঐক্যবদ্ধ ভাবে আমাদের ইউনিয়নকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই প্রত্যাশা করছি।
তিনি বলেন, এ মঙ্গা সময়ে গ্রামের বেশীর ভাগ মানুষরে আয় রোজগার কমে গেছে এ সময়ে আমি মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এম,পি, মহোদয়ের সহযোগীতায় আমার ইউনিয়নের অসহায় গরীব দুঃখী মানুষ যারা দিন এনে দিন খায় তাদের লিষ্ট করে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার হিসেবে দেয়া ভিজিএফ এর চাল বিতরন করেছি।
আমি ব্যাক্তিগত ভাবে অনেককে সহযোগীতা করেছি। আমি সবসময় আমার ইউনিয়নের সাধারন মানুষের পাশে আছি এবং ভবিষ্যতে ও সবার সুখে দুখে পাশে থাকবো। আমি কাকিনা ইউনিয়ন আধুনিক ইউনিয়নে রুপান্তর করতে চাই এবং করার চেষ্টায় আছি। কাকিনা ইউনিয়নটি স্মার্ট বাংলাদেশের অনন্য আদর্শ ইউনিয়ন রূপান্তরে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।