এম আবু হেনা সাগর, ঈদগাঁও (কক্সবাজার)॥ঈদগাঁও উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন লাভ করে। অনুমোদনকৃত কমিটিতে নুরুল আজিম সোনা মিয়াকে আহবায়ক করে যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান, মাস্টার সানা উল্লাহ, বেলাল উদ্দিন সোনা মিয়াও সদস্য সচিব হিসেবে রফিকুল ইসলাম কাজলকে মনোনীত করা হয়।
সূত্র মতে, ঈদগাঁও উপজেলা মৎস্যজীবীলীগের পুরানো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন কমিটিকে ঈদগাঁওতে সাংগঠনিক কার্যক্রম বেগবান করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কর্মঠ নেতাকর্মী তৈরির করার প্রতিও অনুরোধ জানানো হয়।
আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, আগামী ৩ মাসের মধ্যে ঈদগাঁও উপজেলার মৎস্যজীবী লীগের একটি সুন্দর পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার জন্য মাঠে কাজ করে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।